করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর সাহায্যের হাত বাড়ালেন আদানি! করলেন বড়সড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: গত শুক্রবার ওড়িশার (Odisha) বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ মানুষ। পাশাপাশি, আহত হয়েছেন প্রায় ৯০০ জন। এদিকে, এই দুর্ঘটনার পরই এবার বড়সড় ঘোষণা করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)।

   

তিনি টুইট মারফত জানিয়েছেন যে, ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। পাশাপাশি, আদানি আরও জানান, এই দুর্ঘটনায় যারা তাদের অভিভাবকদের হারিয়েছে তাদের পড়াশোনার খরচ বহন করবে আদানি গ্রুপ।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পাশাপাশি, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্তও করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। এমতাবস্থায়, দুর্ঘটনার কারণ এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও সূত্রগুলি ইঙ্গিত করছে যে, সিগন্যালের সমস্যার কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি, এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

গৌতম আদানি পড়াশোনার খরচ বহন করবেন: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি টুইট করেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই দুর্ঘটনায় যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের স্কুলের শিক্ষার দায়িত্ব আদানি গ্রুপ নেবে। এই ঘটনায় যারা প্রভাবিত হয়েছেন তাদের পরিবারকে শক্তি প্রদান করা এবং শিশুদের জন্য ভালো ভবিষ্যত দেওয়া আমাদের সকলের যৌথ দায়িত্ব।”

অনেক ট্রেন বাতিল করা হয়েছে: এদিকে, বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৯০ টি ট্রেন বাতিল করেছে রেল। উত্তর রেলের দু’টি ট্রেনও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন দিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস এবং আনন্দ বিহার টার্মিনাল-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস। পাশাপাশি, বাতিল ট্রেনের মধ্যে দক্ষিণের অনেক ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর