আচমকাই উধাও ঘুষ কাণ্ডের প্রভাব! একদিনে ৭৩,০৫৯ কোটির সম্পদ বাড়ল আদানির, কিভাবে করলেন বাজিমাত?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। যদিও, বিতর্কের আবহেই সবাইকে চমকে দিলেন তিনি। মূলত, গত শুক্রবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক বৃদ্ধির কারণেই এমনটি হয়েছে। এমনিতেই, আমেরিকার তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের কোম্পানির শেয়ারগুলিতে বিরাট পতন পরিলক্ষিত হয়। যদিও, তারপরেই ঘুরে দাঁড়াতে শুরু করে শেয়ারগুলি।

বাজিমাত করলেন আদানি (Gautam Adani):

যার ফলে সামগ্রিকভাবে আদানি গ্রুপের কোম্পানিগুলির ওপর আমেরিকার অভিযোগের প্রভাব এখন অনেকটাই প্রশমিত হয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মাত্র একদিনে গৌতম আদানির (Gautam Adani) সম্পদ বৃদ্ধি পেয়েছে ৮.৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় যেটি হল প্রায় ৭৩,০৫৯ কোটি টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৫ বিলিয়ন ডলারে। এখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ২০ তম স্থানে রয়েছেন এবং ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

Gautam Adani wealth suddenly increased.

CRISIL রেটিং আদানি গ্রুপকে শক্তিশালী বলে অভিহিত করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে,আদানি গ্রুপকে সমর্থন করে, CRISIL রেটিং বলেছে যে ঋণের বাধ্যবাধকতা এবং প্রতিশ্রুতিবদ্ধ মূলধনের ব্যয় মেটাতে গ্রুপের পর্যাপ্ত নগদ এবং অপারেটিং নগদ প্রবাহ তথা ক্যাশ ফ্লো রয়েছে। ওই রেটিং এজেন্সি এটাও বলেছে যে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে আমেরিকায় মামলা হওয়ার পরে ঋণদাতা এবং বিনিয়োগকারীদের দ্বারা এখনও পর্যন্ত কোনও নেতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন: বিরাট নজির গড়ার পথে ISRO! প্রস্তুত ভারতীয় স্পেস স্টেশনের পরিকল্পনা, থাকবেন কতজন মহাকাশচারী?

CRISIL তার বুলেটিনে বলেছে যে আদানি গ্রুপের আর্থিক বাজারের উন্নয়ন এবং ভবিষ্যতের মূলধন প্রাপ্যতার ওপর ভিত্তি করে বিবেচনামূলক মূলধন ব্যয় (ক্যাপেক্স) হ্রাস করার সুযোগ রয়েছে। এছাড়াও তাদের কাছে ট্যাক্সের আগে ভালো আয় (EBITDA) এবং নগদ ভারসাম্য রয়েছে। যা সামগ্রিক অপারেশন বজায় রাখতে বাহ্যিক ঋণের ওপর নির্ভরতা হ্রাস করে।

আরও পড়ুন: পাকিস্তান নয়, এই দেশে সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! প্রস্তুত ১৮ সদস্যের ভারতীয় দল, চলে এল বড় আপডেট

ঘুষের বিষয়টি ভুল: অপরদিকে, আদানি গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার (CFO) জুগেসিন্দর সিং জানিয়েছেন যে, চুক্তি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার কথা সম্পূর্ণ ভুল। সিং এটাও জানান যে, যদি কোনও বিশাল পরিমাণ অর্থ প্রদান করা হতো তবে তিনি অবশ্যই এটি সম্পর্কে জানতেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, “আমরা ১০০ শতাংশ সচেতন যে এরকম কোনও ঘটনা নেই। কারণ যদি কাউকে এত নগদ অর্থ প্রদান করা হতো তবে আমি অবশ্যই জানতে পারতাম।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর