গৌতম গম্ভীরকে অসুর বলে কটাক্ষ! এবার চরম পদক্ষেপ নিলেন বিশ্বজয়ী ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল মোটের উপর ভালোই পারফরম্যান্স করেছে। লখনৌ সুপারজায়ান্টস (LSG) আইপিএলের প্লে অফে খেলবে এমনটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলতি মরশুমে একাধিকবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। মূলত বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকে তাকে সমালোচনায় ভুগতে হচ্ছে। কিন্তু এইবার যাবতীয় সহ্যের সীমা অতিক্রম করল এক পাঞ্জাবের সংবাদপত্র।

সাংবাদিকতার স্বাধীনতার অপব্যবহারের জন্য গম্ভীর পাঞ্জাব কেশরি নামক সংবাদপত্রের সম্পাদক আদিত্য চোপড়া এবং সংবাদদাতা অমিত কুমার এবং ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান বিজেপি সাংসদকে উদ্দেশ্য করে অসংখ্য জাল এবং মানহানিকর নিবন্ধ প্রকাশ করার জন্য গম্ভীর একটি মামলা করেছেন।

এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে লখনউ সুপার জায়ান্টস মেন্টর দিল্লি হাইকোর্টে মামলা করেছেন এবং ২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন। মামলাটি অ্যাডভোকেট জয় অনন্ত দেহদরয়ের মাধ্যমে দায়ের করা হয়েছে। গম্ভীর নিজের অভিযোগে তাদের দ্বারা প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন উদ্ধৃত করেছেন যেখানে তিনি দাবি করেছেন যে তাকে পৌরাণিক রাক্ষস ‘ভস্মাসুর’-এর সঙ্গে তুলনা করে অপমান করা হয়েছে।

মামলাটি বিচারপতি চন্দ্র ধরি সিংয়ের সামনে উপস্থাপন হওয়ার কথা। গৌতম গম্ভীর ক্ষতিপূরণ হিসাবে বিভিন্ন পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলিতে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দান করার দাবিও রয়েছে৷ তিনি আরও আশা করেন অভিযুক্তরা যেন প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা প্রকাশ করেন তার কাছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর