LSG ছাড়লেন গম্ভীর! KKR-এ ফিরছেন নাকি অন্য কোনও কারণ? নিজেই জানালেন সত্যিটা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বর্তমানে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (LSG) টিম মেন্টর। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদের ওই একই ফ্র্যাঞ্চাইজিতে স্ট্র্যাটেজিক কনসালটেন্ট হিসাবে নিয়োগের গম্ভীর আর সেই দলের সঙ্গে যুক্ত থাকছেন না। কারণ তিনি এর আগে এমএসকে প্রসাদকে তার ২০১৯ বিশ্বকাপের দল নির্বাচনের জন্য সমালোচনা করেছিলেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে গম্ভীর মেন্টরশিপের ভূমিকায় কলকাতা নাইট রাইডার্সে ফিরে যাচ্ছেন। কিন্তু আসলে ব্যাপারটি এমন নয়।গৌতম গম্ভীর আসলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কারণে লখনৌ সুপারজায়ান্টস দল থেকে তার পরামর্শদাতার ভূমিকা থেকে আইপিএল ২০২৪ সালে তিনি বিরতি নেবেন।

   

এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ওপেনার ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছেন না। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে যেহেতু তিনি দিল্লিতে বিজেপির মুখ, তাই তিনি রাজনৈতিক প্রচারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকবেন এবং আইপিএলের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে পারবেন না।

আরও পড়ুন: আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন বেশ কয়েক বছর। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল শিরোপা ঘরে তুলেছিল। দলের জন্য গম্ভীর নিজেও একাধিক মনে রাখার মতো ইনিংস খেলেছিলেন। তবে পরবর্তীতে তিনি আবার ফিরে গিয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে।

আরও পড়ুন: এশিয়া কাপে হলো না সুযোগ! BCCI-এর বঞ্চনার কারণে এবার চরম সিদ্ধান্ত নেবেন এই ৩ ভারতীয়

এরপর গত দুই বছর ধরে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করেছেন গম্ভীর। সেখানে তার ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয়। নতুন ফ্রাঞ্চাইজি হওয়া সত্বেও পরপর দু’বছর প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। এবার গম্ভীরকে ছাড়া পরের বছর কেমন পারফরম্যান্স করে তারা আইপিএলের মঞ্চে সেইদিকে নজর থাকবে সকলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর