গৌতম গম্ভীর জানিয়ে দিলেন টি-২০ বিশ্বকাপে কেমন হতে চলেছে ভারতীয় বোলিং আক্রমণ।

করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা। ব্যতিক্রম নয় ক্রিকেট। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাস নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত কোনো প্রকার ক্রিকেট খেলা হবে না। এমন পরিস্থিতিতে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ কি আধেও সঠিক সময় অনুষ্ঠিত হবে? এই নিয়ে জোর জল্পনা চলছে।

   

এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের কাজটা সহজ করে দিলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর জানিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণ ঠিক কেমন হতে চলেছে। জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমারের মতো পেসারদের পাশাপাশি দলে রয়েছে যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, কুনাল পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দরের মত স্পিনাররা। সেই কারণে এই মুহূর্তে ভারতীয় নির্বাচকরা ভেবে পাচ্ছেন না যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কাকে ছেড়ে কাকে নেওয়া হবে।

নির্বাচকদের মুশকিল আসান হিসেবে এগিয়ে এলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। জানিয়ে দিলেন টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হওয়া উচিত। গম্ভীরের মতে চারজন পেস স্পেশালিস্ট জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার এবং নবদীপ সাইনি এবং দুইজন স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। সেই সাথে একজন অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া কে দলে রেখেছেন গৌতম গম্ভীর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর