‘মুসলিম না হয়ে হিন্দু হলে প্রেম করতাম’, নেটনাগরিকের মন্তব‍্যে মেজাজ হারালেন ‘রাজচন্দ্র’ গাজী আব্দুন নূর

বাংলাহান্ট ডেস্ক: গাজী আব্দুন নূর (gazi abdun noor) ওরফে বাবু রাজচন্দ্র দাস। ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে এই ঐতিহাসিক চরিত্রটি আলাদা পরিচয় দিয়েছে ওপার বাংলার অভিনেতাকে। তাঁর সুন্দর মুখশ্রী, অনবদ‍্য অভিনয় দক্ষতার প্রেমে পড়েছিলেন দর্শকরা। অনেকদিন আগেই রাসমণি সিরিয়ালে চুকেছে রাজচন্দ্রের পর্ব। কিন্তু নূরকে ভুলতে পারেনি এপার বাংলার মানুষ।

ভোলেননি নূরও। টেলি ইন্ডাস্ট্রির সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এখনো দিব‍্যি যোগাযোগ রয়েছে তাঁর। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নূর। মাঝে মাঝেই টুকটাক ছবি বা মনের কথা সুন্দর ভাবে গুছিয়ে লিখে ফেলেন সামাজিক যোগাযোগ মাধ‍্যমের দেওয়ালে। এমনিতে তাঁকে ঠান্ডা মাথার মানুষ হিসেবেই এতদিন জেনে এসেছে সিরিয়ালের দর্শকেরা। কিন্তু সম্প্রতি জনৈক নেটনাগরিকের মন্তব‍্যে মেজাজ হারিয়েছেন নূর।


বিষয়টা খোলসা করে বলা যাক। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে সম্প্রতি অভিনেতা লেখেন, ‘একখান ইটিশ পিটিশ প্রেম করতে মন চায়’। মজার পোস্ট, কমেন্টগুলিও বেশ মজার। কেউ নূরকে উপদেশ দিলেন, মন যা চায় তা করে ফেলতে হয়। আবার কারোর মতে, ইটিশ পিটিশ প্রেম করেই আসল মজা। এমনি প্রেমে মজা নেই। আবার কয়েকজন রাজচন্দ্র দাসের এহেন আবদার শুনে অবাক। এতজন নাতি পুতি রয়েছে, এখন কিনা আবার প্রেম!

এর মাঝেই একজন কমেন্ট করলেন, ‘আপনি মুসলিম না হয়ে হিন্দু হলে আমি রাজি ছিলাম এই প্রেমের জন‍্য’। কমেন্টটি চোখ এড়ায়নি নূরের। উত্তরে তিনি লেখেন, ‘প্রেম তো অনেক দূরের কথা!! এমন মানসিকতার লোক আমার প্রোফাইলেও রাখতে চাই না।’


নেটনাগরিকরাও সমর্থন করেছেন অভিনেতাকে। একজনের বক্তব‍্য, প্রেম কখনো জাত বা ধর্ম দেখে হয় না। প্রেম এক পবিত্র সম্পর্ক যা মনের সঙ্গে মনের হয়। আবার অনেকে জাত ধর্ম না দেখে মানব ধর্মের উপর জোর দিতে বলেছেন।

প্রসঙ্গত, করুণাময়ী রাণী রাসমণি সিরিয়ালে রাণীমার স্বামী বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন গাজী আব্দুন নূর। নিজের থেকে কম বয়সী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। সে সময়েও দিতিপ্রিয়াকে নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর