নতুন বছরে দেশের নতুন সেনাপ্রধান হলেন মনোজ মুকুন্দ নারাভানে

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বভার নিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে । মঙ্গলবার, বছরের শেষ দিনে সেনাপ্রধানের দায়িত্বে থাকা বিপিন রাওয়াতের মেয়াদও শেষ হল । নতুন সেনাপ্রধান হলেন মুকুন্দ নারাভানে।

দেশের ২৮ তম সেনাপ্রধান হয়ে  ভারতীয় সেনাবাহিনীকে তাঁর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।  সাংবাদিকদের সামনে তিনি সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, ‘সমস্ত কঠিন পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে যাঁরা ভারতীয় সেনাবাহিনীর মর্যাদা রেখেছে, তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। দেশকে রক্ষার স্বার্থে আমরা সর্বদা অবিচল থাকব’।

২০১৯ পর্যন্ত দেশের সেনা উপ-প্রধান হিসাবে নিজের দায়িত্ব সামলেছেন দেশের ২৮ তম সেনাপ্রধান। তারও আগে  ভারত-চীন সীমান্তে পাহাড়ায় ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন নারাভানে। এছাড়াও জম্মু-কাশ্মীরে থাকাকালীন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব সামলে ছিলেন তিনি। তার জন্য তাঁকে বিশিষ্ট সেনা মেডেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। অসম রাইফেলসের ইনসপেক্টর জেনারেল থাকাকালীন তিনি বিশিষ্ট সেনা মেডেল ও অতি বিশিষ্ট সেনা মেডেলে সম্মানিত হন নারাভানে।

এছাড়াও শ্রীলঙ্কায় ভারতের শান্তিরক্ষা বাহিনীতে এবং মায়ানমারে ভারতীয় দূতাবাসে তিন বছরের জন্য ভারতের প্রতিরক্ষা সংযুক্তি হিসাবে কাজ করেছিলেন নারাভানে। ৩৭ বছরের কর্মজীবনে ভারতীয় সেনায় তাঁর কৃতিত্ব বলে শেষ হবে না। ১৯৮০ সালে সেনাবাহিনীর শিখ লাইট ইনফ্যান্টারি রেজিমেন্টে প্রথম যোগ দেন নারাভানে। সেই থেকেই সেনাবাহিনীতে তাঁর কর্মজীবন শুরু হয়। তার পর থেকে অনেকটা পথ যেমন অতিক্রম হয়েছে, তেমনি লম্বা হয়েছে তাঁর কৃতিত্বের তালিকা। অনেক সম্মান  পেয়েছেন ভারতীয় সেনার তরফে, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব অনায়াসে সামলে প্রশংসা কুড়িয়েছে বহু সিনিয়ারের।

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর