ভারতের আতঙ্কে ভুগে কাশ্মীর নিয়ে দিলেন বিশৃঙ্খল বয়ান দিলেন পাকিস্তানের সেনা প্রধান বাজওয়া

বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীর নিয়ে পাকিস্তানের (Pakistan) চাপ লাগাতার বেড়েই চলেছে। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর বাজওয়া (Qamar Javed Bajwa) আরও একবার কাশ্মীর নিয়ে পাকিস্তান যে চরম চাপে আছে সেটা বুঝিয়ে দেন। বাজওয়া রবিবার বলেন, কাশ্মীর একটি বিতর্কিত এলাকা আর কাশ্মীর পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানো যেকোন প্রচেষ্টাকে সৈন্য শক্তির সাথে জবাব দেওয়া হবে।

   

জেনারেল বাজওয়া এই মন্তব্য নিয়ন্ত্রণ রেখার পুনা সেক্টরের সফরের সময় করেন। সেখানে তিনি পাকিস্তানি সেনার সাথে ঈদ পালন করেন। পাক সেনার মনোবল বাড়াতে বাজওয়া বলেন, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিরতাকে ক্ষতি করতে গেলে এর পরিণাম ভুগতে হবে।

বাজওয়া বলেন, ‘কাশ্মীর একটি বিতর্কিত ক্ষেত্র আর সেখানে পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানানো কোন প্রচেষ্টাকে সম্পূর্ণ পূর্ণ রাষ্ট্রীয় সংকল্প সৈন্য ক্ষমতার সাথে জবাব দেওয়া হবে।” আপনাদের জানিয়ে দিই, এই মাসের শুরুতে ভারত পাকিস্তান কড়া ভাশয় বলেছিল যে, গিলগিট বালটিস্তান সমেত কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীর আর লাদাখ সম্পূর্ণ ভাবে আইনি আর অপরিবর্তনীয় ভাবে ভারতের অংশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর