১৫০ ফুট উচ্চতা থেকে পাখির দৃ্ষ্টিতে দেখুন জঙ্গল!

বাংলাহান্ট ডেস্ক: কখনও ভেবেছেন কেমন লাগে পৃথিবীটাকে ওই আকাশে চক্কর খাওয়া পাখির দৃষ্টিতে? মানুষ, ঘরবাড়ি, যানবাহন সবই কেমন ছোট্ট ছোট্ট লাগবে, পিপড়ের মতো। সেই দৃশ্যই আলাদা। হ্যাঁ, বিমানে চেপে অবশ্যই সেই দৃশ্য দেখা সম্ভব। কিন্তু সেই বদ্ধ পরিবেশে কী আর আসল আনন্দ উপভোগ রকরা সম্ভব? তবে সেই দুঃখ আর থাকবে না। এবার চাইলেই পেয়ে যেতে পারেন ‘বার্ডস আই ভিউ’। তাও আবার একটা গোটা জঙ্গলের। তবে তার জন্য একটু কষ্ট করে পাড়ি দিতে হবে বিদেশে, ডেনমার্কে।

camp adventure denmark

ডেনমার্কের কোপেনহেগেনে রয়েছে এক আশ্চর্য টাওয়ার। সেখান থেকে দেখা যাবে গোটা জঙ্গলের প্রতিটা কোনার দৃশ্য। কোপেনহেগেনের দক্ষিণে মাত্র এক ঘন্টার দূরত্বেই অবস্থান এই ওয়াচ টাওয়ারের। তবে এই টাওয়ারের একটি বিশেষত্ব রয়েছে। অন্যান্য টাওয়ারগুলোর মতো এটির গঠন সোজা নয়, বরং স্পাইরাল। আসলে এটি একটি ২০০০ ফুট লম্বা ব্রিজ যা ঘুরিয়ে ঘুরিয়ে উঠে গিয়েছে টাওয়ারের মতো। মোট উচ্চতা ১৫০ ফুট। গিসলফিল্ড ক্লস্টারস ক্লোভ সংরক্ষিত অরণ্যে রয়েছে এই আশ্চর্যজনক টাওয়ার, নাম ক্যাম্প অ্যাডভেঞ্চার।

da99bebcef25820b3918cb21618092f0 768x480 1

https://www.facebook.com/culturetrip/videos/496757981126795/

হাওয়ারগ্লাস গঠনের এই টাওয়ারে অরণ্যের দৃশ্য দেখার দুটি উপায় রয়েছে। গাছের মধ্যে দিয়ে টাওয়ারে উঠতে উঠতে দেখতে পারেন অরণ্যের নৈসর্গিক দৃশ্য। যদি উচ্চতায় ভয় থাকে তাহলে রয়েছে একটি নীচু রাস্তাও। কিন্তু এখান থেকে অরণ্যের সবথেকে পুরোনো অংশের দৃশ্য দেখা সম্ভব নয়।

565acfd8ca7aecaad28fc4c6aa765d65 768x480 1

এই ওয়াচ টাওয়ার ছাড়াও ক্যাম্প অ্যাডভেঞ্চারে রয়েছে আরও অনেক বিশেষ বৈশিষ্ট্য, সামনেই রয়েছে লেক, জলাভূমি, পর্যটকদের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর