ভারত মহাসাগরের নীচে ভাঙছে টেক্টোনিক প্লেট! পৃথিবীতে মহাপ্রলয় আসার আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ ভারত মহাসাগরের (Indian Ocean) নীচে থাকা বিশাল টেক্টোনিক প্লেট (Plate tectonics) ভাঙছে। একটি গবেষণা অনুযায়ী, ভারত (India) আর অস্ট্রেলিয়ার (Australia) মধ্যে থাকা এই টেক্টোনিক প্লেট আগামী দিনে নিজে নিজেই দুটি অংশে ভাগ হয়ে যাবে। এই টেক্টোনিক প্লেট ভেঙে গেলো মানব সভ্যতায় বড়সড় প্রভাব পড়বে।

   

গবেষকেরা রিপোর্টে জানিয়েছে যে, এই টেক্টোনিক প্লেট খুবই ধীরে ধীরে ভাঙছে। এর ভাঙার গতি হল ০.০৬ মানে ১.৭ মিলি মিটার প্রতিবছর। সেই হিসেবে প্লেটটি দুই ভাগে বিভক্ত হয়ে ১০ লক্ষ বছরে প্রায় ১ মাইল (১.৭ কিমি) দূর পর্যন্ত দূরে সরে যাবে।

সহায়ক গবেষক অরেলি কড্যুরিয়ার লাইভ সাইন্সে প্রকাশিত একটি রিপোর্টে জানিয়েছেন যে, এই প্লেট এত ধীর গতিতে আলাদা হচ্ছে যে, প্রথমে এটি জানাই যাবে না। যদিও, এটার গতি খুব কম, কিন্তু এটি খুবই চিন্তার বিষয়। প্লেট সরে গেলে অথবা ভেঙে গেলে মানব সভ্যতায় অনেক বড় ফেরবদল আসবে।

অরেলি কড্যুরিয়ার

ভারত মহাসাগরের এই প্লেট খুবই ধীর গতিতে ভাঙছে আর জলে এর গভিরতা অনেক বেশি। গবেষকরা প্রথমে জলের নীচে হওয়া এই ঘটনাকে বুঝতে পারেন নি। যখন দুটি বড়সড় ভুমিকম্পের উৎসস্থল ভারত মহাসাগর ছিল জানা যায়, তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন যে জলের নীচে কিছু একটা বড়সড় হচ্ছে।

এই ভুমিকম্প ভারত মহাসাগরে ইন্দোনেশিয়ার কাছে ১১ এপ্রিল ২০১২ তে ৮.৬ আর ৮.২ তীব্রতায় হয়েছিল। এই ভূমিকম্পন অসমান্য ছিল কারণ এটি সবসময়ের মতো সাবডাকসান জোনে হয়েছিল না যেখানে টেক্টোনিক প্লেট ঘশা খায়। বরঞ্চ এই ভূমিকম্প টেক্টোনিক প্লেট এর একদম মধ্যভাগ থেকে হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর