ফেলে গিয়েছে অমানবিক মা, নিজের সন্তান ভেবে সদ্যোজাত শিশুকন্যাকে সারারাত পাহাড়া দিল সারমেয়

বাংলাহান্ট ডেস্ক : তখন সবে ভোরের আলো ফুটেছে। সেই সময় এক মহিলা দেখতে পান পাড়ার একটি ঝোপে পড়ে রয়েছে এক শিশু কন্যা। তাকে আগলে রয়েছে একটি কুকুর। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বসিরহাট (Basirhat) পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড় কালিবাড়ি পাড়ায়।

প্রত্যক্ষদর্শী ওই মহিলার নাম সুপর্ণা বিশ্বাস। তিনি জানিয়েছেন, পুজোর জন্য প্রতিদিন ভোরে তিনি বাড়ির সামনের একটি বাগানে ফুল তুলতে যান। প্রতিদিনের মতো এদিনও তিনি ওই বাগানে গিয়েছিলেন ফুল তুলতে। তখন পাড়ার এক কিশোরী ওই সদ্যোজাত শিশুটিকে কোলে করে নিয়ে তার সামনে এগিয়ে আসে।

কিশোরীটি ওই মহিলাকে বলে, সে স্কুলে যাওয়ার সময় ঝোপ থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। অনুসন্ধান চালানোর পর পাড়ার একটি ঝোপ থেকে এই সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়েছে। তখন দেখা যায় এই নবজাতক শিশুটির পাশে বসে একটি কুকুর। ঘন্টার পর ঘন্টা ধরে সেই কুকুরটি পাহারা দিচ্ছিল পরিত্যক্ত এই শিশু কন্যাকে। এই ঘটনার জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় বসিরহাটের কালীবাড়ি এলাকায়।

Basirhat newborn

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় বসিরহাট জেলা হাসপাতালে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান এই শিশুটির জন্ম হয়েছে মঙ্গলবার ভোরের দিকে। কেউ বা কারা তাকে সুকৌশলে ওই ঝোপের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। বসিরহাট জেলা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটির জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পর্যবেক্ষকরা শিশুটির উপর নজর রাখছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর