অমর প্রেম! বয়ফ্রেন্ডের HIV পজিটিভ রক্ত ​​নিজের শরীরে ইনজেক্ট অসমের কিশোরীর

বাংলাহান্ট ডেস্ক : ভালবাসা। চার অক্ষরের এই শব্দের লুকিয়ে আছে বেঁচে থাকার অঙ্গীকার। রোমিও -জুলিয়েট থেকে শুরু করে শাহজাহান-মমতাজ ইতিহাসের পাতায় লেখা আছে তাদের নাম, শুধুমাত্র ভালবাসার জন্য। যুগ যুগান্তর থেকে বিভিন্ন সাহিত্য ও সিনেমায় আমরা দেখে এসেছি প্রেমিক বা প্রেমিকা তাদের ভালোবাসা প্রমাণ করার জন্য কত কঠিন কাজই না করে থাকেন! এবার এরকম একটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো ভারতের আসামে। নিজের ভালোবাসা প্রমাণ করতে বয়ফ্রেন্ডের এইচআইভি পজেটিভ রক্ত নিজের শরীরে ইনজেকশন দিয়ে প্রবেশ করালো ১৫ বছর একটি কিশোরী। স্তম্ভিত করে দেওয়া এই ঘটনাটির জেরে অসমের সুয়ালকুচি জেলায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

এই ঘটনাটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি সামনে আসতেই যুবকটিকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীটিকে আপাতত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসাধীন রাখা হয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহল।

সূত্রের খবর, আজ থেকে বছর তিনেক আগে ফেসবুকে ওই যুবকের সাথে পরিচয় হয় কিশোরীটির। গত তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। জানা যাচ্ছে ওই যুবকটির সাথে বেশ কয়েকবার পালিয়ে গিয়েছিল কিশোরীটি। কিন্তু তার বাবা-মা বুঝিয়ে তাকে ফের ঘরে নিয়ে আসে। কিন্তু ভালবাসা প্রমাণ করতে গিয়ে এবার যে কান্ডটি ঘটিয়েছেন তিনি তা নিয়ে রীতিমতো হতবাক অনেকেই। এই ঘটনার ফলে কিশোরীটির প্রাণ সংশয়েরও আশঙ্কা রয়েছে।

বর্তমানে এইডসের উন্নত চিকিৎসা থাকলেও পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। বিভিন্ন মহলে এইচআইভি নিয়ে সচেতনতার পরেও কিশোরীর এই কাণ্ডে রীতিমতো হতবাক সকলেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর