ছোট থেকেই ঘাড় বাঁকা পাকিস্তানি কন্যার, অসাধ্য সাধন করলেন ভারতীয় চিকিৎসক! নিলেন না একটাও টাকা

বাংলাহান্ট ডেস্ক : দশ মাস বয়সে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা সম্পূর্ণভাবে জীবন বদলে দেয় পাকিস্তানের (Pakistan) আফসিনের। স্কুল যাওয়া তো দূর বন্ধুদের সাথে খেলা করাও ছিল তার কাছে স্বপ্ন। সেই আফসিনকে নতুন জীবন উপহার দিলেন ভারতের (India) চিকিৎসকেরা (Doctor)।

   

আফসিন গুল পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। যখন তার বয়স মাত্র ১০ মাস তখন সে তার দিদির কোল থেকে পড়ে যায়। সেই দুর্ঘটনায় আফসিনের ঘার ৯০ ডিগ্রী বেঁকে যায়। সঙ্গে সঙ্গে তার বাবা-মা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে ওষুধ দিলে কোন লাভ হয়নি। দিন দিন তার ব্যথা বাড়তে থাকে। যত বয়স বাড়তে থাকে ততই অসহায় হয়ে পড়ে সে। আর পাঁচটা সাধারণ বাচ্চার মত পড়াশুনা, খেলাধুলা তার কাছে দূর জগতের বস্তু মনে হতে থাকে। দরিদ্র সংসার হওয়ায় আর চিকিৎসা করতে পারেননি আফসিন এর বাবা-মা। অন্যদিকে আফসিনকে আক্রমণ করে সেরিব্রাল পলসি এর মত জটিল রোগও।

এরপর কেটে যায় ১২ টা বছর। অবশেষে আফসিনকে বিনামূল্যে চিকিৎসা করার জন্য এগিয়ে আসেন ভারতের চিকিৎসক রাজাগোপালন কৃষ্ণন। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচায় আফসিনের ঘারের সফল অস্ত্রপ্রচার করেন তিনি।

আফসিনকে নিয়ে একটি প্রতিবেদন লেখেন ব্রিটিশ সাংবাদিক আলেকজান্দ্রিয়া থমাস। তিনি আফসিনকে পরিচয় করান ডক্টর কৃষ্ণনের সঙ্গে। চিকিৎসকের মতে, “এই ধরনের অস্ত্রোপচার বিশ্বে প্রথম।” আফসিন এর এই অস্ত্রপচারটির মোট চারবার করতে হয়েছে। ডক্টর কৃষ্ণন এখনো স্কাইঅ্যাপের মাধ্যমে খোঁজখবর রাখেন রোগীর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর