নতুন ইতিহাস লিখলেন ম্যাক্সওয়েল! অবশেষে ফার্স্টবয়ের জায়গা হারিয়ে সেকেন্ড হলেন কপিল দেব

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বে আমরা মাঝেমধ্যেই এমন কিছু পারফরম্যান্স দেখতে পাই যেগুলোকে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। শুধু নীরব ভাবে দেখে যেতে হয় এবং সেই ইনিংসের প্রশংসা করতে হয়। আজ থেকে ৪০ বছর আগে ঠিক এমনই একটা ইনিংস খেলেছিলেন কপিল দেব। আজকের আগে অবধি জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে ১৯৮৩ বিশ্বকাপে তার খেলা ১৭৫ রানে ইনিংস টি ছিল ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে কোন ব্যাটারের বিশ্বকাপের মঞ্চে করা সর্বোচ্চ স্কোরের রেকর্ড। কিন্তু আজ আফগানিস্তানের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার উঠলেন ম্যাক্সওয়েল। ইনিংসের বেশিরভাগ সময় এক পায়ে খেলে করলেন ২০১ রান এবং কপিল দেবকে ঠেলে দিলেন দ্বিতীয় স্থানে

প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছিল। ইতিহাস তৈরি করে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান কিছুটা স্বার্থপর ভাবে ব্যাটিং করেই বিশ্বকাপের মঞ্চে শতরান করেছিলেন। শেষদিকে রশিদ খান ৩৫ রানের দুর্দান্ত ক্যামিও খেলেছিলেন রশিদ খান মাত্র ১৮ বলে। সেই সকল বিষয়ের উপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে ২৯২ রানের টার্গেট রাখতে পেরেছিল।

   

তারপর অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে ৫০ রানের মধ্যে ৪ এবং ৯১ মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাক্সওয়েল নিজে ব্যাটিং করতে এসেছিলেন হ্যাটট্রিক বলে। ২ টি করে উইকেট পেয়েছেন নবীন উল হক, ওমরজাই ও রশিদ খান। ম্যাক্সওয়েলের দুটি ক্যাচ করেছিল। একবার রিভিউ এর সিদ্ধান্ত আসার আগেই তিনি হাঁটা লাগিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। অতীতে একাধিক আগ্রাসী ইনিংস খেলেছেন তিনি। চলতি বিশ্বকাপে ৪০ বলে শতরান করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন এই অজি তারকা কিছুদিন আগেই।

maxwell 201

আর আজকে যেটা হলো সেটাকে ভাষায় প্রকাশ করার উপায় নেই। হ্যাটট্রিক বলে ব্যাটিং করতে আসা, অত্যন্ত সহজ ক্যাচ হাতছাড়া হওয়া, এলবিডব্লিউ হয়েছে ভেবে নিয়ে রিভিউয়ের সিদ্ধান্তের অপেক্ষা না করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগানো এবং তারপর ফিরে আসা, শেষ ৪৫ মিনিট বলতে গেলে এক পায়ে ব্যাটিং করা। তারপর প্রথম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে রান তাড়া করতে নেমে দ্বিশতরান করা। এতদিন অবধি ওডিআই ফরমেটে রান তারা করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ছিল পাকিস্তানের ওপেনার ফখর জামানের নামের পাশে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২১ সালে রান তাড়া করতে নেমে ১৯৩ রান করেছিলেন পাক তারকা। আজ ২০১ রান করে তাকে দ্বিতীয় সারিতে ঠেলে দিলেন। ১২৮ বল খেলে মারলেন ২১টি চার এবং ১০টি ছক্কা।

আরও পড়ুন: ইতিহাস বদলালেন ম্যাক্সওয়েল! রোহিত শর্মাও এমন করেননি যা কামিন্সকে নিয়ে করে দেখালেন ম্যাডম্যাক্স

৪৭ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। সকল অজি ব‍্যাটার ব্যর্থ হলেও উল্টোদিকে দাঁড়িয়ে ম্যাক্সওয়েলকে একটানা সঙ্গ দিয়ে গিয়েছেন প্যাট কামিন্স। হারের মুখ থেকে ছিনিয়ে এনেছেন জয়। একসময়ের মাঠে পড়ে কাতরাচ্ছিলেন যন্ত্রণায়। এখান থেকে এভাবে যেতে বাকি দলগুলিকে সেমিফাইনালের জন্য বার্তা দিয়ে রাখলেন তিনি। কারণ অস্ট্রেলিয়া যে ইতিমধ্যে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর