নো টোল ট্যাক্স! এইসব গাড়ি চালকদের জন্য এবার দুর্দান্ত খবর! প্রকাশ্যে এল নয়া আপডেট

বাংলাহান্ট ডেস্ক: গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS (Global Navigation Satellite System) দ্বারা যুক্ত যানবাহনগুলিকে নিয়ে বড় ঘোষণা করল সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েগুলির প্রতিটি দিকে প্রতিদিন ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে টোল ট্যাক্স দিতে হবে না GNSS দ্বারা যুক্ত যানবাহণগুলিকে।

জিএনএসএস (Global Navigation Satellite System) প্রযুক্তি ব্যবহার করে টোল আদায়

বেশ কিছুদিন ধরেই পরীক্ষামূলকভাবে জিএনএসএস (Global Navigation Satellite System) প্রযুক্তি ব্যবহার করে টোল আদায়ের (Toll Tax Rules) প্রক্রিয়া চালানো হচ্ছে। FASTag প্রযুক্তির সাথে এই নয়া পদ্ধতির টোল সংগ্রহের কৌশলটি পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে।

আরোও পড়ুন : শয্যাসঙ্গী হতে চান, আমিরকে সটান প্রস্তাব মহিলার, তারপর?

একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, ন্যাশানাল হাইওয়েস ফি ২০০৮ সংশোধন করা হয়েছে GNSS-ভিত্তিক ইলেকট্রনিক টোল সংগ্রহের নিয়ম চালু করার উদ্দেশ্যে। ধারণা করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে অনেকটাই যানজট হ্রাস করা যাবে হাইওয়ে টোল প্লাজাগুলিতে। এছাড়াও ভ্রমণ দূরত্বের ওপর নির্ভর করে কার্যকর করা যাবে টোল চার্জ।

আরোও পড়ুন : মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই ধমক! প্রধান বিচারপতি যা বললেন … তুমুল শোরগোল

একই সাথে ব্যক্তিগত গাড়ির মালিকদের জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, সেতু এবং টানেলে কুড়ি কিলোমিটার পর্যন্ত টোল ট্যাক্স দেওয়া থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এই নিয়ম সীমাবদ্ধ থাকবে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS (Global Navigation Satellite System) অন-বোর্ড ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে যারা তাদের জন্য। 

There will be no toll plaza in India! How will the toll tax be deducted Global Navigation Satellite System

সরকার মনে করছে নতুন এই নিয়মের ফলে যারা বারবার হাইওয়েতে যাতায়াত করেন তাদের অত্যন্ত সুবিধা হতে চলেছে। যে গাড়ির চালক বা যাত্রীরা একটি হাইওয়ে প্রতিদিন ব্যবহার করেন তাদের উপকার হবে সবথেকে বেশি, কারণ নতুন এই নিয়মের ফলে এখন থেকে তাদের কম দূরত্বের জন্য টোল ফি চার্জ প্রদান করতে হবে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর