দেবীর এই বছর ঘটকে আগমন ও ঘটকে গমন! কিন্তু এর ফল ভয়ঙ্কর

স্বপ্নপ্রিয়া : উমা আসছে ঘরে। আর মাত্র কিছুদিন পরেই বেজে উঠবে সূচনা বার্তা। সেজে উঠছে রাস্তার মোড়ে বাঁশের প্যান্ডেল কথামোগুলো। কুমোরটুলি শিল্পীরা ব্যাস্ত মায়ের মূর্তি তৈরিতে। গলি থেকে রাজপথ সেজে উঠছে আলোর ঝর্ণায়। কিন্তু জানেন কী? এবার দেবীর কিসে আগমন ও কিসে গমন? দেবীর এবার আগমন ও গমন উভয়ই ঘটকে। ঘটক, অর্থাৎ ঘোড়া। বেশ অনেক বছর পর পর দেবী ঘটকে আগমন করেন ভু লোক। জানেন কি ফল হয় তাতে? বলা হয়, দেবীর ঘটোকে আগমনের ফল ছত্র ভঙ্গ। আর এই বছর আগমন এবং গমন উভয়ই ঘটকে।

   

 

ছত্রভঙ্গ বলতে কি বলা হয় জানেন? এখানে আছে একটি পৌরাণিক গল্প। যেখানে বলা হয়েছে, দেবী যখন ঘটকে যাত্রা করত তখন পৌরাণিক আমলের যেসব শক্তিশালী রাজ বাহিনী থাকতো তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হতো। এবং রাজ পরিবারে দেখা দিত বিভাজন। ছত্রভঙ্গ বলতে মূলত বোঝানো হয়, এক ছাতার তলায় থাকা প্রাণী গুলোর বিভাজন। আধুনিক মত অনুসারে, মানুষ এক ছাতার তলায় থাকতে চায়। ঐক্যবদ্ধ ভাবে। কিন্তু দেবীর ঘটকে আগমনের ফলে মানুষের ঐক্যতা ভেঙে দিয়ে সৃষ্টি হয় বিভেদ ও বিভাজন। আর গমনের ফলে সৃষ্টি হয় মরক। তবে এই পৌরাণিক এবং আধুনিক মতে যা ই বলা থাকুক না কেন, বাঙালির কাছে দুর্গাপুজো মানেই আনন্দের উৎসব, রাঙিয়ে তোলার উৎসব, বন্ধুত্বের উৎসব, প্রেমের উৎসব। ব্যাস্ত জীবন থেকে কিছুটা সময় নিজের জন্য, নিজেদের লোকের জন্য বেঁচে নাওয়ার উৎসব।এক হওয়ার উৎসব।

সম্পর্কিত খবর