বিয়ে করতে গিয়ে উত্তরাখণ্ডে রাস্তার ধস সরানোর কাজে হাত লাগালেন বর, ভাইরাল হল ছবি

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে। পাথর ভেঙ্গে রাস্তার পড়ে, রাস্তার হালত বিগড়ে গেছে। এই পথেই বরযাত্রী সহযোগে বিয়ের জন্য বেরিয়েছিলেন বর বাবাজি। এবড়ো খেবড়ো রাস্তায় কিছুদূর যাওয়ার পর, গাড়িও আর চলতে পারছিল না।

রাস্তায় আটকায় বরের গাড়ি
বিয়ে করতে গিয়ে পথেই আটকে গেল বরের গাড়ি। ১০ কিমি দূরে ধুরাট গ্রামে যাওয়ার কথা ছিল তাঁদের বিয়ের জন্য। কিন্তু কিছুদূর গিয়েই আর গাড়ি চলতে পারছিল না। প্রায় ১৪ জন বরযাত্রী সহ গাড়ি সেখানেই আটকে যায়। কীর্তনগর ব্লকের লোস্তু বদিয়ারগড়ের রিঙ্গোলি মল্লী গ্রামের বাসিন্দা দিগ্বিজয় সিংহ কান্ডারী চামোলী জেলার পোখারী গ্রামে বিয়ের জন্য বেরিয়েছিলেন। বুধবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েও রাস্তায় আটকা পড়ে যায় তারা।

কি হল তারপর?
করোনার কারণে পাঁচটি ছোট গাড়িতে মোট ১৪ জন নিয়ে বিয়ের জন্য যাচ্ছিলেন। কিন্তু রাস্তার অবস্থা খারাপ থাকায় বর নিজেই গাড়ি থেকে বেরিয়ে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগায়। আত্মীয় পরিজনদের সাথে বরকেও রাস্তার কাজে হাত লাগাতে দেখে অবাক হয়ে যান অনেকেই।

প্রায় দেড় ঘণ্টার দীর্ঘ পরিশ্রমের পর তারা কিছুটা হলেও রাস্তা পরিষ্কার করতে সক্ষম হয়। ফের গাড়িতে বসে রওনা দেয় বিয়ের জন্য। প্রায় দুপুর ২ টো নাগাদ বরযাত্রী কনের বাড়িতে পৌঁছায়। বিয়ের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে তাঁদের প্রায় রাত ১ টা বেজে যায়। এরপর রাস্তার ধস সারনোর কাজ শুরু করে সরকারী পক্ষ থেকে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর