বিয়ের মরশুমে মধ্যবিত্তের মাথাব্যাথার কারন সোনা, আবারো বাড়ল দাম

বাংলাহান্ট ডেস্কঃ সোনার দাম আকাশ ছুয়েছে গত কয়েক দিনে। গত বছরের শেষ দিনে এই দাম কিছুটা কমলেও নতুন বছরে আবার বেড়েছে সোনার দাম। অর্থনৈতিক মন্দার কারনে বিশ্বব্যাপী বেড়েছে সোনার দাম। তার সাথে তাল মিলিয়ে দেশেও বেড়েছে সোনার দাম। আবার গত কয়েকদিনের যুদ্ধ পরিস্থিতি এই দাম বৃদ্ধিকে আরো দ্রুততর করছে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞ মহল।

আজ সোনার দাম পৌঁছালো একচল্লিশ হাজার। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হল ৪১ হাজার ৩৫০ টাকা, এর সাথে দিতে হবে ৩ শতাংশ জি.এস.টি।  সোনার দাম বাড়লো ৮০০ টাকার কাছাকাছি। শনিবার ১০ গ্রাম সোনার দাম যেখানে ৪0 হাজার ৯৪০ টাকা ছিল মঙ্গলবার সেই দাম বৃদ্ধি পেয়ে হল ৪১ হাজার ৩৫০ টাকা।

How to customise gold jewellery for your wedding 0

বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।

গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য। একই সাথে সুশ্চিন্তায় মাথায় হাত পরেছে মধ্যবিত্তেরও।

সম্পর্কিত খবর