Gold : জলের দরে বিকোচ্ছে সোনা! কলকাতায় হলুদ ধাতুর দামে বিরাট পতন, কত যাচ্ছে আজকের রেট ?

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই সোনার (Gold) দামে ব্যাপক পতন। প্রকৃতপক্ষে প্রায়ই দেখা যায় যে, যখন শেয়ারবাজারে অনিশ্চয়তার পরিবেশ থাকে, তখন হঠাৎ করে সোনার (Gold) দাম বেড়ে যায়। তবে গত কয়েকদিন ধরে পুঁজিবাজারে দরপতন ঘটলেও সোনার দামও (Gold Price) কমছে। এটা কিন্তু নিঃসন্দেহে খুশির খবর সাধারণ মানুষের জন্য।

কলকাতায় আজকে সোনার দর (Gold Price)

সারা বছরে বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ সহ নানান কারণে সোনা (Gold) কেনেন সাধারণ মানুষ। তাই সপ্তাহের প্রথম দিনে সোনার দাম কমেছে মানেই সাধারণ মানুষের জন্য এটাই অনেক বড় স্বস্তি। আজ সোমবার কলকাতায় ২২ ক্যারাট হলমার্ক গণনা সোনার (Gold) এক গ্রামের দাম ৬৪৬৯ টাকা। অর্থাৎ ১০ গ্রাম হলমার্ক গণনা সোনার দাম ৬৪৬৯০ টাকা। ২৪ ক্যারাট খাঁটি সোনার এক গ্রামের দাম ৭০৫৭ টাকা। ১০ গ্রামের দাম ৭০৫৭০ টাকা।

   

আরোও পড়ুন : পুজোর আগেই বড় খবর! এবার এই রুটে গড়াবে মেট্রোর চাকা, খুশীতে ডগমগ তিলোত্তমাবাসী

রবিবারের তুলনায় সোমবার সোনার দাম কমেছে। বেঙ্গালুরুতে ২২ ক্যারাটের এক গ্রাম সোনা (Gold) বিক্রি হচ্ছে ৬৪৬৯ টাকায়। সেখানে এক গ্রাম ওজনের ২৪ ক্যারাটের খাঁটি সোনার দাম ৭০৫৭ টাকা। হায়দরাবাদেও সোনার দাম একই। অন্যদিকে, আহমেদাবাদ এবং সুরাটে ২২ ক্যারাটের এক গ্রাম সোনার দাম ৬৪৭৪ টাকা। ২৪ ক্যারাটের এক গ্রাম সোনার দাম ৭০৬২ টাকা। কলকাতা (Kolkata), থানে এবং পুণেতে সোনার দাম একই।

Gold 2 1

মুম্বাইতেও একই দামে সোনা (Gold) বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তবে চেন্নাইয়ে সোনার দাম আরো কিছুটা কম। চেন্নাইতে ২২ ক্যারাট এক গ্রাম হলমার্ক সোনার গহনার দাম ৪৪৪৯ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৭০৩৫ টাকা। দিল্লিতে ২২ গ্রাম হলমার্ক এক গ্রাম সোনার গহনার দাম ৬৪৮৪ টাকা এবং ২৪ ক্যারেট এক গ্রাম ওজনের সোনার দাম ৭০৭২ টাকা। একই দামের সোনা কেনা যাবে গুরগাঁও, লখনউ এবং জয়পুরে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর