পুজোর আগেই মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর, ব্যাপকহারে কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মাসে আবারও বিরাট পতন সোনার দামে (gold rate/price)। একলাফে অনেকটাই কমল সোনার দাম। পুজোর আগে মধ্যেবিত্তের স্বপ্ন পূরণের এই তো সুযোগ। তাই আর দেরি না করে এখনই নিয়ে আসুন আপনার পছন্দের সেরা গহনাটি।

করোনা আবহের মধ্যেও সমস্ত বিধি নিষেধ মেনেই একদিকে চলছে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি, আর অন্যদিকে পড়েছে পুজোর শপিং-এর ধুম। এই জোয়ারে গা ভাসিয়ে আপনিও কিনে নিন মনপসন্দ জিনসটি। তবে একবার একটু ঢু মেরে দেখতেই পারেন সোনার দোকানে। সপ্তাহের প্রথম দিনেই সোনার দামের এই পতন লক্ষ্য করা গেল প্রায় রাত ৮ টা অবধি।

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৩৮ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৩৮০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৩৯০ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ৪৮ হাজারের ঘরে নেমেছে এই দামের পারদ। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৯০০ টাকা। দিল্লীতে দামের পতন আরও বেশি, প্রতি ১০ গ্রামে কালকের থেকে আজকে দাম কমেছে প্রায় ৪১০ টাকা।

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬৪০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬৪০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৭৪২ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৪২০ টাকা।

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬০.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬০৭ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর