নতুন মাসের শুরতে ঠিক কতটা বাড়ল সোনার দাম, দেখে নিন আজকের দর

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে বহুবার সোনার দাম (Gold price) ওঠা নামা করতে দেখা গেছে। কিন্তু সোনার গহনা (Gold jewelry) কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত পড়েছে অনেকেরই। লকডাউনের মধ্যে কম খরচায় বিয়ের জোগাড় করলেও, সোনার গহনা কেনার সময় চোখে সর্ষে ফুল দেখেছেন অনেকেই।

201702280050504227 Gold silver and cash looted from 2 houses SECVPF

আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৫১ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫২৫১০ টাকা।

কলকাতার তুলনায় আজ কিন্তু বেশ কম দিল্লীর সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২২১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২২১০ টাকা।

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১২৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১২৬০ টাকা।

gold 2 1

কলকাতা, দিল্লী এবং চেন্নাই-এর পাশাপাশি সোনার দাম ৫০ হাজার পার হয়ে গেলেও, ব্যাঙ্গালোরেও।

ব্যাঙ্গালোরে সোনার দাম আরও কম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৫১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৫১০ টাকা।

২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।

gold jewellery as investment

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৮১০ টাকা।

দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩২১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩২১০ টাকা।

চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৮৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৮৩০ টাকা।

ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫০১০ টাকা।

9319A

সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।

আজকের রূপোর দাম- ১ গ্রামের দাম ৬৫.০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৫০.১০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর