হুড়মুড়িয়ে কমল সোনার দাম, মাসের শেষে সপ্তাহে একনজরে ঘুরে নিন স্বর্ণ বাজার

বাংলাহান্ট ডেস্কঃ মাসের শেষ সপ্তাহে এসে আবারও মুখ থুবড়ে পড়ল সোনার দাম (Gold rate/ Gold price)। লকডাউনের মধ্যে বহুবার দামের ওঠা নামা করতে দেখা গেছে। কখনও আকাশ ছোঁয়া, তো আবার কখনও হুড়মুড়িয়ে পতন। আগস্ট মাসের শুরুতে প্রায় ৫৬ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার দাম। তবে এই দামের বহুবারই ধস নামতে দেখা গেছে।

করোনার জেরে লকডাউনের মধ্যে কেনা বেচায় কিছুটা ভাঁটা পড়লেও, দামের কমতি ছিল না সোনার ক্ষেত্রে। মাঝে মধ্যেই আকাশ ছোঁয়া দামের জেরে চোখে সর্ষে ফুল দেখতেন ক্রেতারা। বুধবার সেই দামের উট বেশ কিছুটা পাহাড়ের নীচে নামল। একনজরে দেখে নিন কোথায় কেমন চলছে আজকের সোনার দাম।

এরই মাঝে গত ২৪ শে আগস্ট একবার কলকাতায় মধ্যবিত্তের ধরা ছোঁয়ার মধ্যেই এসে গিয়েছিল সোনার দাম। দামের পারদ নেমে দাঁড়িয়েছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১১০০ টাকা। তবে বুধবার সন্ধ্যে ৭ টা অবধি সোনার দামের ব্যাপক হারে পতন দেখা গেছে, যা সোমবারের থেকেও অনেকটা কম।

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) রয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০১৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০১৭০ টাকা। দিল্লীতে আজকে ৫০ হাজারেরও কম রয়েছে সোনার দাম, ১ গ্রাম সোনার মূল্য ৪৯৮৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৮৫০ টাকা।

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ৫০ হাজারেরও অনেক নীচে নেমে এসেছে আজকের সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৭৫০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৭৫০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৮৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৫০০ টাকা।

২৪ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে কলকাতা এগিয়ে থাকলেও, ২৪ ক্যারেট সোনার দাম আকাশ ছোঁয়া রয়েছে চেন্নাই, হায়দ্রাবাদ সহ বেশ কয়েকটি জায়গায়। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৮৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৮৭০ টাকা। কিন্তু চেন্নাই, হায়দ্রাবাদে রয়েছে ১ গ্রামের মূল্য আজকের দিনে ৫৩৬৬ টাকা এবং ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫৩৬৬০ টাকা।

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পতন হলেও, রূপোর দাম কিন্তু সামান্যই বেড়েছে। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৫.৫৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৫৫.৫০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর