সোনার বাজার যেন আগুন ছোঁয়া, করোনা কালে বিয়ের কেনাকাটায় মাথায় হাত মধ্যবিত্তের

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে বিয়ে ঠিক হলেও, সোনার গহনা (Gold jewelry) কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। স্বল্প খরচে বিয়ের আয়োজন করলেও, সোনার দাম যে আকাশ ছোঁয়া। তার মধ্যেও সংক্রমণ এড়াতে পিপিই কিট পড়েই চলছে সোনা দোকানের বেচা কেনা।

করোনার জেরে বিগত চার মাসের লকডাউনে কিছুটা হলেও ভাঁটা পড়েছে বৈদেশিক বাণিজ্যে। কিন্তু সোনার দাম কমছেই না। উল্টে বেড়েই চলেছে।

358

আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম– ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১৭৩ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫১৭৩০ টাকা।

কলকাতার তুলনায় আজ কিন্তু বেশ কম দিল্লীর সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১৫১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১৫১০ টাকা।

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৭৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৭৫০ টাকা।

new 76

কলকাতা, দিল্লী এবং চেন্নাইতে সোনার দাম ৫০ হাজার পার হয়ে গেলেও, ব্যাঙ্গালোরে আজ কিন্তু কিছুটা হলেও কম রয়েছে সোনার দাম।

ব্যাঙ্গালোরে সোনার দাম আরও কম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৮৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৮৬০ টাকা।

২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।

maxresdefault 110

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩১৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩১৩০ টাকা।

দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২০১০ টাকা।

চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৩২ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৩২০ টাকা।

ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৩৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৩৬০ টাকা

nabila b 20180717030831

সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।

আজকের রূপোর দাম– ১ গ্রামের দাম ৬৬.০৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬০.৬০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর