পৌরসভা নির্বাচনের আগে সুখবর:প্রকাশিত হল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই রাজ্য সরকার জারি করেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। এই বছর নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে রাজ্য সরকার। এসএসসি-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।  আবেদন জমা দিতে হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে। সরকারী বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে ১৮ হাজার ২০৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। বাধ্যতামূলক ভাবে লাগবে বিএড ডিগ্রি।

পাশাপাশি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মিউনিসিপাল সার্ভিস কমিশন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শুরু  ১১ই মার্চ ২০২০ থেকে। উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রশিক্ষিত প্রার্থীরা আবেদন করতে পারবে। টেট পাস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

 

অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য শুরু করার তারিখ: ১১ই মার্চ ২০২০

সংস্থার নাম: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন

পদের নাম: প্রাথমিক শিক্ষক

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রশিক্ষিত প্রার্থীরা আবেদন করতে পারবে।

শূন্যপদঃ ইংরাজি মাধ্যম- ১৪৯, হিন্দি মাধ্যম- ১৯, উর্দু মাধ্যম- ৩৩

বয়সসীমা: সর্বনিম্ন বয়স ১৮ বছর, সর্বোচ্চ বয়স ৪০ বছর

 

ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই টেট পাস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সব রকমের সুবিধা পাবেন।

সম্পর্কিত খবর