ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আগামী সেপ্টেম্বর মাসে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল-আর্জেন্টিনা।

বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই কারণেই বিশ্বের সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক ফুটবল বন্ধ রয়েছে। কয়েকদিন আগে বিভিন্ন দেশ তাদের ঘরোয়া লিগ চালু করলেও এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল শুরু হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হতে চলেছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।

আর্জেন্টিনার বিখ্যাত পত্রিকা ‘ওলে’-র খবর অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হতে চলেছে ফুটবলের দুই মহা শক্তিধর দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। করোনা ভাইরাসের কারনে ইউরো কাপ এবং কোপা আমেরিকার মতো ফুটবলের মেগা টুর্নামেন্ট গুলি স্থগিত হয়ে গিয়েছে। জানা গিয়েছে 2022 সালে কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ গুলি শুরু হতে চলেছে আগামী 8 ই অক্টোবর থেকে।

‘ওলে’র প্রতিবেদন অনুযায়ী অক্টোবর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তাই সেই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্রাজিলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা। উল্লেখ্য আর্জেন্টিনার এই ম্যাচগুলিতে খেলতে পারবেন না তারকা লিওনেল মেসি। কারণ তিনি ইতিমধ্যেই তিনটি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসিত আছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর