সুখবর!নতুন বছরেই ভাগ্য ফিরতে চলেছে ৭ লক্ষ বেকারদের

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই দেশের আর্থিক বেহাল দশা নিয়ে দেশের বিভিন্ন সেক্টরের অবস্থা একেবারেই খারাপ। গত বছরে শেষ ছয় মাসে দেশের আর্থিক করুন পরিনতি প্রভাব পড়েছিল বিশ্বের অর্থনীতিতে। দেশের বিভিন্ন সেক্টরেই অনেক কর্মী ছাঁটাই হয়েছে। বার বার বেতন সংক্রান্ত সমস্যা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে নতুন বছরের শুরুতেই দেশের আর্থিক অবস্থা ফিরতে পারে বলে সম্ভাবনাও জারি করা হয়েছে। আর্থিক অবস্থার প্রভাব পড়েছে চাকরির ওপরেও।

এমনিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কর্ম সংস্থান নিয়ে কম কটকচানি হয়নি। দেশে বেকারত্ব নিয়ে আন্তর্জাতিক মহল অবধি সমস্যা ছড়িয়েছে। তবে মোদী সরকারের বেসরকারিকরন নীতি যেভাবে ছাপ ফেলতে শুরু করেছে তাতে আর কোনোভাবেই সরকারিকরন সম্ভব হবে কি না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই চাকরির বেহাল দশা নিয়ে বেশ চিন্তিত যুব সমাজ। কিন্তু এরই মধ্যে এবার সুখবর নিয়ে এল মাইহায়ারিংক্লাব.কম এবং সরকারিনওকরি.ইনফো ট্রেন্ড সার্ভে (এমএসইটিএস)।

দেশের সাত লক্ষ বেকারদের কর্ম সংস্থান করে দিতে উদ্যোগ নিয়ে এই দুই সংস্থা। তাই দেশের মেট্রে শহর গুলির থেকে তথ্য সংগ্রহ করে কলকাতা,বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি ও এনসিআর, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ ও পুনেকে কর্ম সংস্থানের শহর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে এমএসইটিএস। আর সেখানে শিল্প ক্ষেত্রে মোট ৫,১৪,৯০০ কর্মী নিয়োগের সম্ভাবনা থাকছে।

অন্যদিকে নতুন বছরের শুরুতেই আরও একটি ঘোষনা করেছে ওই সংস্থা। আর তা হল রিটেল ও ই কমার্স ক্ষেত্রে কর্মসংস্থান বেশি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাঁরা। যদিও বাদ যাচ্ছে না আইটি, আইটিএস, এফএমসিজি ও বীমা ও স্বাস্থ্য পরিবেষাতেও প্রযায়ক্র্মে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। তবে এর মধ্যে আবার এগিয়ে থাকবে দক্ষিণের অঞ্চলগুলি।

এখানেই নাকি কর্ম সংস্থানের বেশি সম্ভাবনা রয়েছে। অর্থাত্ দক্ষিণে মোট ২,১,৪০০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, তারপরে রয়েছে উত্তর যেখানে মোট ১,৯৯,৭০০ লক্ষ। পশ্চিমাঞ্চলে ১,৬৫,৭০০ লক্ষ এবং পূর্বাঞ্চলে ১,২৫,৮০০ লক্ষ কর্ম সংস্থানের সম্ভাবনা রয়েছে। অর্থাত্ এ বছেরই সাত লক্ষ বেকারদের ভাগ্যের খাতা খুলতে খুলতে চলেছে।

 

সম্পর্কিত খবর