ভোটারকার্ড ধারকদের জন্য সুখবরঃ সাদা কালোর দিন শেষ, এবার আসতে চলেছে রঙিন হাসি মুখের ডিজিটাল ভোটার কার্ড

বাংলাহান্ট ডেস্কঃ দিতে হবে মাত্র পঁচিশ টাকা। আর তাতেই মিলবে ঝকঝকে রঙিন ছবিযুক্ত ভোটার কার্ড (Voter Card)। সাদা-কালো গোমড়া মুখের ছবির বদলে পেয়ে যাবেন আপনার হাসি মুখের তৈরি ভোটার কার্ড। শুধুমাত্র নতুন ভোটাররাই নন, প্রাক্তন ভোটাররাও পাবেন এই সুযোগ। আসন্ন নির্বাচনের (election) আগে এমনটাই জানানো হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যার ফলে হাসি ফুটল নতুন প্রজন্মের ভোটারদের মুখে।


ভোটার কার্ড মানেই হল গম্ভীর ভাবে তাকিয়ে থাকা মুখের ছবি এবং ছবির চারপাশ অর্থাৎ গোটা কার্ডটা জুড়েই কালির ছাপ। যার ছবি মাঝে মধ্যে সে নিজে দেখেই চিনতে পারেন না, যে ছবিতে থাকা ব্যক্তিটি কে। এখন রঙিন দুনিয়ায় অনেকেই তাঁর এই পুরোনো আদলে বানানো সাদা কালো ভোটার কার্ডের ছবি দেখাতে লজ্জা পায়। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এখন থেকে রঙিন ভোটার কার্ড বের করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সাদা কালো ছবির পরিবর্তে থাকবে রঙিন এবং হাসি মুখের ছবি। তবে ছবিতে যেন আপনার মুখ পুরোপুরি দেখা যায়, তাহলেই হবে। ছবির মাপ হবে পাসপোর্ট সাইজের। এবং সানগ্লাস, স্কার্ফ ইত্যাদি দিয়ে চোখমুখ নাক ঢেকে রাখলে চলবে না। পরিস্কার এবং ঠিকঠাক ভাবে ছবি তুলতে হবে।

এই ‘কালার’ এপিক ডিজিটাল কার্ড মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই বিলি করা শুরু করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। এই কার্ড প্রথমে শহরাঞ্চলে দেওয়া হবে। এবং তারপর গ্রামে দেওয়া হবে। এই নতুন কার্ড ২১ লক্ষ নতুন ভোটারই নন, পেতে পারেন পুরোন ভোটাররাও।

রঙিন ভোটার কার্ড প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Arij Aftab) জানিয়েছেন, “ এই ডিজিটাল এপিক রঙিন হওয়ার সাথে সাথে এতে একটি বারকোডও থাকবে। ভোটাররা নিজের তথ্য জানার জন্য এই বারকোড ইলেকশন কমিশনের ইভিপি অ্যাপে স্ক্যান করলে সহজেই জানতে পারবেন।” পুরনোদের এই নতুন ভোটার কার্ড নিতে হলে আট নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং খরচা পড়বে মাত্র ২৫ টাকা। এই আবেদন অনলাইনেও করা যেতে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর