সপ্তাহের শুরুতেই বড় ধামাকা! আরও সস্তা হল সোনা

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যবিত্তের সোনায় সোহাগা। আমজনতার মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার (Gold Price Drop)। ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। চলতি মাসের শুরুতে সোনার দাম (Gold Price) রেকর্ড থেকে সর্বনিন্মে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই চলতি মাসেই আবার ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৩০০০ হাজার টাকা। তবে নতুন সপ্তাহের শুরুতেই স্বস্তি মিলল আমজনতার।

Gold price rises by Rs 760 on a single day; touches Rs 32,000 | gold price| Gold price today| gold rate| gold price in Kerala

খুব বেশি না হলেও সামান্য কমেছে সোনার দাম (Today’s Gold Price)। যাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্তরা। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম সামান্য কমে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩৫২ টাকা। পাশাপাশি এক কেজি রুপোর মূল্য ০.৭ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬৮,২২৩ টাকা।

   

Gold Rate Today: Gold prices fall to ₹49,122/10 gram; silver slips to ₹66,000/kg | Business News – India TV

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে সোনার (Gold) দাম পৌঁছে গেছিল শিখরে। তখন ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছিল ৫৬,২০০ টাকা। তবে আজ সোনার দাম কমে দাঁড়াল ৪৭,৩৫২ টাকা। অর্থাৎ হলুদ ধাতুর মূল্য রেকর্ড থেকে কমেছে ৯,০০০ টাকা।

সপ্তাহের শুরুতেই পড়ল সোনার দাম, রেকর্ডের থেকে প্রায় ৯,০০০ টাকা কম। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

তবে বিশ্ববাজারে অবশ্য সোনার দাম বেড়েছে । ০.১ শতাংশ এক পাউন্স স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭৭ ডলার। বিশেষজ্ঞদের মত, যতক্ষণ খাতায়-কলমে এক আউন্স সোনার দাম ১,৭৬০ ডলারের উপরে থাকবে, ততক্ষণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে সোনা। অন্যদিকে এক আউন্স সোনার মূল্য ১,৭২৫ ডলারের নীচে নেমে গেলে হলুদ ধাতুর মূল্য নিন্মমূখী হতে শুরু করবে।

সম্পর্কিত খবর