টেক জায়েন্ট Google ও Apple ম্যাপ থেকে সরিয়ে দেওয়া হলো মুসলিম দেশ ফিলিস্তিন, ক্ষোভে ফেটে পড়ল জনতা

বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল – ফিলিস্তিন (Israel – Palestine)    সংঘর্ষের জের। শক্তিধর ইজরায়েলের চাপে পড়ে মুসলিম প্রধান দেশ ফিলিস্তিনকে নিজেদের ম্যাপ থেকেই সরিয়ে দিল গুগল (Google)   ও অ্যাপল (apple) । যার জেরে ইতিমধ্যেই ক্ষোভ চড়ছে এই দুই টেক জায়ান্টের বিরুদ্ধে।

 

google map নিয়ে গুগলের কারিকুরি অবশ্য সকলেই জানে, প্রত্যেক দেশের মন মতো ম্যাপ বানিয়ে সেই দেশকে সন্তুষ্ট রাখে গুগল। যেমন ধরুন ভারত থেকে যখন আপনি ম্যাপ খুলছেন তাতে কাশ্মীর বা অন্য বিতর্কিত অংশ ভারতের বলে জানাবে গুগল। আবার চীন বা পাকিস্তান থেকে খুললে সেই অংশই তাদের বলে জানাবে গুগল। কিন্তু এবার পুরো দেশকেই নিজেদের ম্যাপ থেকে সরিয়ে দিল এই দুই টেক জায়ান্ট।

ইজরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা শক্তির সাথে জোটবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিতেই ম্যাপে এই পরিবর্তন এলো। ইতিমধ্যে ঘটিনাটি “মানবাধিকার লঙ্ঘন” হিসাবে অভিহিত করে বিশ্বব্যাপী সমালোচনা শুরু করেছে। তবে বহু বছরের ইজরায়েল-ফিলিস্তিন লড়াইয়ের আগুনে ফের একবার ঘি পড়ল। ফিলিস্তিনের অস্তিত্বকেই এবার মুছে দেওয়ার পরিকল্পনা করছে নেতানিয়াহুর জোট সরকার।

যদিও এই পদক্ষেপে খুশি নয় নয় নেট পাড়ার একটা বিরাট অংশ। ক্ষোভে ফেটে পড়ছেন তারা। এক জন লিখেছেন,” গুগল এবং অ্যাপল মানচিত্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দিয়েছে। আজ ফিলিস্তিন মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে আগামীতে বিশ্ব থেকে মুছে ফেলা হবে। ম্যাপে ফিলিস্তিনকে ফিরিয়ে আনুন।”

আবার আরেকজন লিখেছেন, “আমি পছন্দ করি যে কীভাবে পশ্চিমা টুইটার ফিলিস্তিন সম্পর্কে গুগল এবং অ্যাপল মানচিত্র থেকে সরানো হয়েছে এবং “ইস্রায়েল” এর পরিবর্তে নীরব রয়েছে। প্যালেস্তাইন সম্পর্কিত যে বিষয়গুলি আপনি বাদ দিচ্ছেন তার থ্রেড এখানে দেওয়া আছে। আরটি প্লিজ, বিশ্ব এটিকে উপেক্ষা করছে”।

https://twitter.com/_graveyardd/status/1283630885816815616?s=19

https://twitter.com/thebookswarlock/status/1283570641166381057?s=19

https://twitter.com/remusloopinn/status/1283659110014164992?s=19

,

সম্পর্কিত খবর