tiktok কে টেক্কা! সংক্ষিপ্ত ভিডিও এর জন্য নতুন অ্যাপ আনছে Google

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে পৃথিবী দাপিয়ে বেড়ানো সামাজিক মাধ্যম টিকটক ( tiktok) । টিকটকের জনপ্রিয়তা ইতিমধ্যে পেছনে ফেলেছে তাবড় তাবড় সামাজিক মাধ্যম (social media) গুলিকে। এবার চীনের বাইটড্যান্স সংস্থার এই সামাজিক মাধ্যম টিকটক এর বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চলেছে বিশ্বের এক নম্বর সংস্থা গুগল (Google)  ।

images 17 6

জানা যাচ্ছে, শিগগিরই টিকটকের মতই সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছে গুগল।এই প্রতিযোগিতায় সংস্থাটি তার সর্বাধিক ব্যবহৃত পণ্য ইউটিউব চালু করার সিদ্ধান্ত নিয়েছে।সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম চালু করার প্রস্তুতি নিচ্ছে ইউটিউবে।

tiktok 1200

সম্প্রতি ইউটিউব অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে চালু হয়েছে। এছাড়াও, ইউটিউব মোবাইলে একটি ছোট ভিডিও স্ট্রিমিং বৈশিষ্ট্য চালু করবে। সংস্থাটি ‘শর্টস’ নামে এই নতুন বৈশিষ্ট্যটি চালু করতে পারে বলে জানা যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ছোট ভিডিও তৈরি করতে এবং সমস্ত সামাজিক প্ল্যাটফর্মে সেগুলি ভাগ করতে পারবেন। ২০২০ সালের শেষের দিকে চালু হবে হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

চীনা অ্যাপ টিকটক আমেরিকান সংস্থা গুগল এবং ফেসবুকের জন্য বরাবরই চ্যালেঞ্জ ছিল। টিকটোক বিশ্বজুড়ে তরুণ এবং সেলিব্রিটিদের মধ্যে বেশ জনপ্রিয়। যার ফলে আমেরিকান সংস্থাগুলি ব্যবসা এবং অর্থ উভয়ই হারাচ্ছে। তাই শেষ পর্যন্ত প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নিল তারা।

সম্পর্কিত খবর