ভারতের ছোট ব্যবসায়ীদের লোন দেবে গুগল, করতে চলেছে নতুন প্রোজেক্ট লঞ্চ

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গুগল (Google) নিয়ে এল এক খুশির খবর। ব্যবসার জন্য লোন দেবে স্বয়ং আমেরিকান প্রযুক্তি সংস্থা (American Technology Agency) গুগল। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে তাঁদের ব্যবসা ক্ষেত্রে কোনোরকম সমস্যায় না পড়ে, তাই গুগল নিয়ে এল তাঁর অভিনব উদ্যোগ।

   

লোন দেবে গুগল
বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে দীর্ঘ সময় ধরে। তবে এই সময়ের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। মুখ থুবড়ে পড়ছে তাঁদের ব্যবসায়ক অর্থনীতি। তাই এবার আমেরিকান প্রযুক্তি সংস্থা গুগল জানিয়েছে, ভারতের কয়েক বিলিয়ন ব্যবসায়ীদের ব্যবসার প্রয়োজনে তারা ঋণ দেবে। গুগল পে-র মাধ্যে দেওয়া হবে এই পরিষেবা। তবে এই ব্যবস্থা খুব শীঘ্রই, অর্থাৎ চলতি বছরেই চালু হওয়ার কথা বলা হয়েছে।

গুগল পে ফর বিজনেস
গত বছরের শেষের দিকে ভারতে চালু করা হয় গুগল পে ফর বিজনেস (Google Pay for Business ) অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ঋণ দেওয়ার হবে বলে জানাচ্ছে গুগল সংস্থা। ২০১৭ সালে গুগল সংস্থা গুগল মাই বিজনেস অ্যাপও চালু করেছিল ভারতে। প্রায় ৩০ লক্ষ ভারতীয় ব্যবহারও করতেন এই অ্যাপ।

গুগল মাই বিজনেস অ্যাপ
বর্তমান করোনা মহামারির কারণে গুগল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তারা ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে লোন দেবে। গুগল মাই বিজনেস অ্যাপে (Google My business) বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করে দেওয়া হবে, যাতে ব্যবসায়ীদের কোনোরকম সমস্যা না হয়। অনলাইনে এই সমস্ত ব্যবসার সাথে তাঁদের পার্শ্ববর্তী দোকানের হদিশ দেওয়া থাকবে। যাতে করে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন
গুগল ইন্ডিয়ার পরিচালক শালিনী গিরিশ জানিয়েছেন, করোনার মহামারী এবং লকডাউনের কারণে অনেক ব্যবসায়ীর বর্তমানে ব্যবসার জন্য অর্থের প্রয়োজন। বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের চাহিদা মত এই অর্থ দিয়ে অনলাইনেও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর