ফুটন্ত জলের কড়াইয়ে গৌরীকে ডুবিয়ে মারার চেষ্টা! ভুল বার্তা যাচ্ছে সমাজের কাছে, সিরিয়াল বন্ধের দাবি দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের (Serial) দর্শক যত বেশি, ততটাই সিরিয়ালের প্রতি বিরূপ মানুষের সংখ‍্যাও কিন্তু কম নয়। এর মূল কারণ সিরিয়ালের গল্পের অতিরঞ্জকতা এবং যুক্তির অভাব। সম্প্রতি এই কারণেই দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo) সিরিয়ালটি। কুসংষ্কারের প্রচার করার অভিযোগ তুলে বন্ধ করার ডাক দেওয়া হয়েছে সিরিয়ালটিকে।

প্রবল ভাবে ঈশ্বর বিশ্বাসী মেয়ে গৌরী এবং নাস্তিক ডাক্তারবাবু ঈশানকে নিয়ে এই সিরিয়ালের গল্প। গৌরী এলোর দর্শকরা জানেন, গৌরী এবং ঈশান আসলে মা কালী এবং মহাদেবের অংশ। কিন্তু গৌরী যে বিশেষ কেউ সেটা বুঝতে পেরে ছোট দাদু তাকে নিজের অর্থ এবং ক্ষমতার লোভ চরিতার্থ করতে কাজে লাগায়।


কুটিল ষড়যন্ত্র করে গৌরীকে ঈশানের থেকে দূরে সরিয়ে তাকে ‘গৌরী মা’ হিসাবে প্রতিষ্ঠিত করা হয় ঘোমটা কালী মায়ের মন্দিরে। অন‍্যদিকে এতদিন নিজের মেয়ে শৈলকে দেবীর অংশ হিসাবে প্রচার করলেও নিজের স্বার্থ ফুরাতে তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দেয় ছোট দাদু। এতে গৌরীর উপরে ক্ষোভে, হিংসায় আরোই ভয়ংকর হয়ে ওঠেন শৈল মা।

সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে, গৌরীর উপরে রাগ করে ঈশানের বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগের সদ্ব‍্যবহার করেন শৈল মা। গৌরীকে অপহরণ করে ফুটন্ত জলের কড়াইয়ের উপরে তাকে উলটো করে ঝুলিয়ে দেওয়া হয়। এই প্রোমো দেখেই বিরক্ত দর্শকদের একাংশ।

https://www.instagram.com/reel/ClL7Kt4oyBH/?igshid=YmMyMTA2M2Y=

গৌরী এলো সিরিয়ালে কুসংষ্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এই ধরণের সিরিয়ালে সমাজে ভুল বার্তা যাচ্ছে বলে দাবি উঠেছে। অবিলম্বে গৌরী এলো সিরিয়ালটি বন্ধ করার জন‍্যও সুর চড়িয়েছেন কয়েকজন। আবার কারোর কারোর দাবি, গৌরীকে দেবী দেখিয়ে টিআরপি কমে গিয়েছে সিরিয়ালের। তাই এভাবে আবার টিআরপি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর