বড় খবর: Tiktok, PUBG – এর পর এবার বন্ধ হতে চলেছে চীনের এই অ্যাপগুলি

আবার ডিজিটাল স্ট্রাইকের পথে হাঁটতে চলেছে ভারত (india)। জানা যাচ্ছে, চীনের (china) টিকটক, পাবজি সহ ১৭৭ টি অ্যাপ (app) ব্যান করে দেওয়ার পর আরো বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেওয়া হবে খুব শীঘ্রই। দেশ ও দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফের একবার এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। আসুন জেনে নি কোন অ্যাপ থাকতে চলেছে এই তালিকায়

প্রথম দফায় ৫৯ টি অ্যাপ ব্যান করার পর দ্বিতীয় দফায় চীনের ১১৮ টি অ্যাপ ব্যান করেছে সরকার। এই দুই তালিকায় Tiktok, pubg এর মত বহুল প্রচলিত অ্যাপ গুলি রয়েছে। যার জেরে চীনের অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিতে পেরেছে মোদি সরকার। পাশাপাশি, চীনা অ্যাপ নিষিদ্ধ করার ফলে ভারতীয়দের তথ্য যেমন চীন সরকারের কাছে পৌঁছানো বন্ধ হয়েছে। তেমনই চীনের তৈরি প্রোপাগান্ডা ভারতীয়দের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করছে না। এবার ভারতের নজরে চীনের ফিনটেক অ্যাপগুলি।

লাইভ মিন্টের করা এক রিপোর্ট অনুসারে এই মুহুর্তে ভারতের নজরে চীনের সাথে সম্পর্কিত ফিনটেক শ্রেনীর অ্যাপগুলি। কি এই ফিনটেক? ফিনানশিয়াল টেকনোলজি অ্যাপগুলিকে সহজ করে ফিনটেক অ্যাপ বলা হয়। এই ধরনের অ্যাপে সাধারণত লোন গ্রহণ, মিউচুয়াল ফান্ড কেনার মত টাকা পয়সার লেনদেন হয়ে থাকে।

সূত্র থেকে জানা যাচ্ছে, এই ধরনের অ্যাপে যেহেতু প্যান কার্ড, আধার কার্ডের মত অত্যন্ত স্পর্শকাতর তথ্য থাকে, তাই ভারতীয়দের এই তথ্য চীনের কাছে পৌঁছানো এই মুহুর্তে বিপজ্জনক বলেই মনে করছে সরকার। তাই চীনের সাথে সম্পর্কিত সমস্ত ফিনটেক অ্যাপ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে সূত্র থেকে।

 

সম্পর্কিত খবর