DA আন্দোলনের মধ্যে বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের, বেজায় খুশি সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employee) ছুটির ব্যাপারে বরাবরই মুক্ত হস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। সামনেই আসছে চিকিৎসক দিবস। এই বিশেষ দিন উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস গুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে দুটি দপ্তরে এক্ষেত্রে ব্যতিক্রম থাকবে বলে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি।

প্রতিবছরের মতো এ বছরেও পয়লা জুলাই সোমবার চিকিৎসক দিবস পালিত হবে রাজ্যজুড়ে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা  চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় এই বিশেষ দিন। তাই রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে এই সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে।

অর্থাৎ সকাল থেকে দুপুর দু’টো পর্যন্ত বিভিন্ন  সরকারি দপ্তরে কাজকর্ম চলবে। আর দু’টোর পর ছুটি হয়ে যাবে গত বছরেও এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল ২টোর পর ছুটি হয়ে যাবে। গত বছরেও এ ভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! এবার নাম জড়াল দেবের, বিরাট নির্দেশ কলকাতা হাই কোর্টের!

তবে সব সরকারি অফিসে ছুটি থাকলেও দু’টি ক্ষেত্রে এই নির্দেশের ব্যতিক্রম থাকবে। এদিনের সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস-এর দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর দফতর ব্যতিক্রম। এ ছাড়া রাজ্য সরকারের অধীন সকল দফতরেই সোমবার অর্ধদিবস ছুটি থাকবে।

Govt 2

সরকারি ছুটি ছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হয়। যার মধ্যে রাজ্যের বিধানচন্দ্রের ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির আয়োজন করা হয় ওই দিনে। কলকাতার পাশাপাশি একই ছবি ধরা পড়ে রাজ্যেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর