বাড়তে চলেছে বেতন। সরকারি কর্মীদের জন্য সুখবর।

বাংলা হান্ট ডেস্ক:সোমবার ষষ্ঠ পে কমিশনে অনুমোদন দিল মন্ত্রিসভা।পুজোর জন্য যখন বাঙালির মন মেজাজ এমনই ফুরফুরে, তখন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার ৷ ৷কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন  পে কমিশনে  রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের বিষয়   ৷ ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নয়া বেতনক্রম ৷আগে যেখানে বেসিক পে ছিল ১০০ টাকা তা এখন বেড়ে হচ্ছে ২৮০.৯০ টাকা ৷

গত ১৩ সেপ্টেম্বর নেতাজি ইনডোরে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জানান, বেসিকে ২.৫৭ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে ন্যূনতম বেসিক হবে ১৭৯৯০ টাকা ৷ ২৩ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে ৷ হিসেবে অনুযায়ী, ৬৬০০ টাকা বেতন হলে তার বেতন বেড়ে হবে ১৭৯৯০ টাকা হবে ৷ এর জন্য বাড়তি ১০ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে সরকার, এমনটাই জানা গেছে।

সম্পর্কিত খবর