LIC এর ২৫% শেয়ার বিক্রি করতে পারে মোদি সরকার, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য থাকতে পারে এই সুবিধা

বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকার (modi government) দেশের বৃহত্তম বীমা সংস্থা LIC এর বিক্রির ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে। সূত্র অনুযায়ী এলআইসির আইপিও এই সময় অবধি ভারতের সবথেকে বড় আইপিও হিসাবে প্রমাণিত হতে পারে। ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে মোদি সরকার সরকার খুচরা বিনিয়োগকারীদের বোনাস এবং ছাড় দিতে পারে বলে জানা যাচ্ছে।

সরকার ইতিমধ্যেই এলআইসি এর শেয়ার বিক্রি করার জন্য একটি খসড়া তৈরি করেছে এবং এটি সেবি, আইআরডিএ এবং এনআইটিআই সহ সংশ্লিষ্ট মহলকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এলআইসির ৭৫% শেয়ার নিজেদের হাতে রেখে বাকি ২৫% শেয়ার বিক্রির জন্য এই পরিকল্পনা করেছে।

জানা যাচ্ছে, এই ক্ষেত্রে খুচরা বিনিয়োগকারী এবং কর্মচারীরা ১০% পর্যন্ত ছাড় পেতে পারেন। এলআইসি আইন ১৯৫৬ ক্যাপিটাল এবং ম্যানেজমেন্ট সম্পর্কিত ৬ টি বড় পরিবর্তন হতে পারে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলের আকারে এই আইনের পরিবর্তন আনতে পারে মোদি সরকার।

৫% শেয়ার খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীদের জন্য বরাদ্দ করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও ক্যাবিনেট বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এ ছাড়াও প্রথমদিকে বোনাস শেয়ারও সরবরাহ করা যেতে পারে। এলআইসির শেয়ার বিক্রি করার জন্য সরকার এলআইসি আইন, ১৯৫৬ এরো পরিবর্তন আনতে চলেছে সরকার। প্রসঙ্গত, life insurance Corporation ছাড়াও আরো বেশ কয়েকটি সরকারি সংস্থায় বেসরকারি বিনিয়োগ এর ব্যাপারে ভাবছে মোদি সরকার

 

সম্পর্কিত খবর