‘আন্দোলন থামাও, সরকার আইন সংশোধন করতে প্রস্তুত’, কৃষকদের অনুরোধ করলেন রামদাস আটওয়ালে

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিল (agricultural bill) প্রত্যাহারের দাবিতে বিগত কয়েকদিন ধরে দিল্লী বর্ডারে কৃষকরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার কৃষকদের এই আন্দোলন শেষ করার অনুরোধ করল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আইন সংশোধন করতে রাজী আছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে (ramdas athawale)।

কৃষক আন্দোলন
কেন্দ্র সরকারের প্রস্তাবিত তিনটি কৃষি বিল প্রত্যাহার করা জন্য কৃষকরা বেশ কিছু দিন ধরেই প্রতিবাদী বিক্ষোভ দেখিয়ে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই প্রতিবাদী আন্দোলনে সামিল হয়ে দিল্লী বর্ডারে একজোট হয়েছিল। এই নতুন আইন কৃষকদের পক্ষেই রয়েছে, এমনটা কেন্দ্র সরকার বহুবার জানালেও, কৃষকরা তা মানতে নারাজ ছিল। তারা এই আইন সংশোধনের দাবিতে প্রতিবাদে নেমেছিল। এমনকি বহু কৃষক সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছিল।

কৃষি আইন সংশোধন করতে রাজী সরকার
কেন্দ্র সরকার এবার কৃষকদের দাবি মেনে নিতে রাজী হয়ে গিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস আটওয়ালে এবিষয়ে জানিয়েছন, ‘কৃষকদের আন্দোলন এবার শেষ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেন্দ্র সরকার এবার এই আইন সংশোধন করতে প্রস্তুত। কৃষকরা এবার আন্দোলন প্রত্যাহার করে নিন। চিন্তা করবেন না MSP আর APMC নিয়ে কোন সমস্যা হবে না’।

তিনি আরও বলেন, ‘আমরা কখনই রাজস্থানের অশোক গহলোটের সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে নই। তবে ওনার শচীন পাইলটের থেকে সাহায্যের প্রয়োজন। শচীন পাইলটের সঙ্গে কংগ্রেস অন্যায় করছে। তাই দেখবেন একদিন উনি বিধায়কদের সঙ্গে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর