‘বাংলার শিক্ষা’ পোর্টাল হ্যাক! গায়েব ৭ লক্ষ! ট্যাবের টাকা পাবেন পড়ুয়ারা?

বাংলা হান্ট ডেস্কঃ উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব কিংবা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapna Scheme) মাধ্যমে এই টাকা দেওয়া হয়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, ‘বাংলার শিক্ষা’ পোর্টাল হ্যাক হয়ে গিয়েছে। যে কারণে ফাঁপরে পড়েছেন বেশ কিছু শিক্ষার্থী।

  • তরুণের স্বপ্নের (Taruner Swapna Scheme) টাকা হাতিয়ে নিল প্রতারকরা!

সম্প্রতি শিক্ষা দফতরের তরফ থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা বিলি করা হয়েছে। ‘বাংলার শিক্ষা’ ওয়েবসাইটে (Banglar Shiksha Portal) যে অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করা রয়েছে, সেই অনুযায়ী টাকা পাঠানো হয়েছে বলে খবর। তবে অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ৪টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেই টাকা পাননি।

এই নিয়ে তদন্ত হতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য! জানা যাচ্ছে, জেলা শিক্ষা আধিকারিকরা জানতে পারেন, পূর্ব মেদিনীপুরের ওই ৪টি স্কুলের ওই ৭০ জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে। ‘বাংলার শিক্ষা’ ওয়েবসাইট হ্যাক করে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে খবর। যে কারণে সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapna Scheme) টাকা পাঠানো হলেও সেই টাকা ওই পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায়।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ! সব অনুষ্ঠান বাতিল করলেন রচনা! আচমকা কী হল তৃণমূল সাংসদের?

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রতারকদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র বলেন, সরকারকে (Government of West Bengal) ইতিমধ্যেই এই বিষয়ে অবগত করা হয়েছে।

Government scheme Taruner Swapna money goes to other account

এদিকে এই কাজের সঙ্গে যুক্ত শিক্ষকদের কথায়, তাঁদের পক্ষে আগে থেকে ওয়েবসাইটে ঢুকে সবার নাম এবং অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে দেখা সম্ভব ছিল না। তবে অ্যাকাউন্টের তথ্য না মিললে সরকারের তরফ থেকেই টাকা ট্রান্সফার না হওয়ার কথা। সেক্ষেত্রে কীভাবে অন্য অ্যাকাউন্টে তরুণের স্বপ্নের (Taruner Swapna Scheme) টাকা গেল সেই নিয়েও সংশয় দেখা দিয়েছে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর