অখিল অতীত! রাজ্যের নতুন কারামন্ত্রী তৃণমূলের এই ‘হেভিওয়েট’, নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল নাম!

বাংলা হান্ট ডেস্কঃ বন দফতরের এক মহিলা কর্মীকে অপমান করার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে। সেই জল গড়িয়েছিল অনেকদূর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিষয়ে বেশ রুষ্ট বলে জানা গিয়েছিল। এরপর তাঁকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অখিল সরে দাঁড়ানোর পর রাজ্যের (Government of West Bengal) নতুন কারামন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল। অবশেষে প্রকাশ্যে এল সেই নাম।

রাজ্যের (Government of West Bengal) নতুন কারামন্ত্রী হলেন কে?

হাইকমান্ডের তরফ থেকে পদত্যাগের নির্দেশ যেতেই কারামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অখিল। এবার তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে (Chandranath Sinha)। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর হাতে তুলে দেওয়া হল নতুন দায়িত্ব। ক্ষুদ্র, কুটির এবং বস্ত্র শিল্প দফতরের পাশাপাশি এবার তাঁকে কারা দফতরও সামলাতে হবে।

   

সম্প্রতি বন দফতরের এক মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কীভাবে একজন মহিলা আধিকারিককে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রুষ্ট হয়েছিলেন বলে খবর।

আরও পড়ুনঃ চিন্তা শেষ! গাড়ির ধোঁয়া পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, ধন্য ধন্য করছেন গাড়ি মালিকরা!

এরপর মুখ্যমন্ত্রী অখিলকে (Akhil Giri) পদত্যাগ করার নির্দেশ দেন। সেই নির্দেশ মাথা পেতে নেন রামনগরের বিধায়ক। অখিল বলেন, ‘মন্ত্রীসভা থেকে চলে যাচ্ছি বলে কোনও ক্ষোভ নেই। তবে উত্তেজনার বশে যে কথা বলে ফেলেছি সেটার জন্য অনুতপ্ত। সুব্রত বক্সী বলেছেন, সারাদিন টিভিতে দেখার পরেই মুখ্যমন্ত্রী ইস্তফার নির্দেশ দিয়েছেন’।

Government of West Bengal minister Chandranath Sinha

অখিল সরে দাঁড়ানোর পর থেকেই রাজ্যের (Government of West Bengal) নতুন কারামন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। অবশেষে জানা গেল, এই পদে আসীন হচ্ছেন চন্দ্রনাথ সিনহা। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকেই এবার দেখা যাবে কারামন্ত্রীর ভূমিকায়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর