বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আঁচ এড়াতে পারেনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা! চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রায় দেড় মাস কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার জিবি মিটিংয়ের পর ফের নতুন করে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। এমতাবস্থায় স্বাস্থ্য দফতরের তরফ থেকে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি (Government of West Bengal)।
স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে (Government of West Bengal)?
জুনিয়র চিকিৎসকদের যে সকল দাবি রাজ্য মেনেছিল, ইতিমধ্যেই সেই মর্মে কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার নতুন করে এই সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল। নয়া রোগী কল্যাণ সমিতিতে কারা কারা থাকবেন, এবার সেকথা জানানো হল।
৭ সদস্যের ওই কমিটিতে থাকছেন কলেজের অধ্যক্ষ, কলেজের সুপার, অধ্যক্ষ মনোনীত একজন সদস্য, একজন কর্মরত সিনিয়র ডাক্তার, একজন জুনিয়র রেসিডেন্ট ডাক্তার, একজন নার্স। সেই সঙ্গেই ওই কমিটিতে থাকবেন একজন জনপ্রতিনিধি। একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে সকল অভিযোগ খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি কমিটি এবং অভিযোগ জানাতে গ্রিভ্যান্স সেল (Grievance Cell) খোলার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দূর হল চিন্তা! ৬৫ লক্ষ পেনশনভোগীর জন্য বড় খবর! পুজোর আবহেই নয়া উদ্যোগ
আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে উঠে এসেছে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ‘থ্রেট কালচার’। এই নিয়ে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। ‘থ্রেট কালচার’এর সঙ্গে কারা যুক্ত তা তদন্ত করতে এবার স্বাস্থ্য দফতর পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করেছে (Government of West Bengal)।
একইসঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে নানান অভিযোগ খতিয়ে দেখার জন্যেও একটি কমিটি তৈরি করেছে রাজ্য (Government of West Bengal)। সেখানে থাকবেন এসএসকেএম হাসপাতালের ডাক্তার সৌরভ দত্ত। সেই সঙ্গে রয়েছেন যোগীরাজ রায়, দেবযানী বন্দ্যোপাধ্যায় সহ আরও ৬ জন। জুনিয়র চিকিৎসকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার যে কোনও রকম খামতি রাখতে চাইছে না, তা এই বিজ্ঞপ্তি থেকেই কার্যত পরিষ্কার বলে মনে করছেন অনেকে।
এদিকে সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির পর দীর্ঘক্ষণ জিবি মিটিং করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর মঙ্গলবার ভোরে ফের কর্মবিরতিতে ফেরার কথা ঘোষণা করেন তাঁরা। পুজোর আবহে জুনিয়র ডাক্তাররা এহেন সিদ্ধান্তে সাধারণ মানুষের অসুবিধা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।