পরপর ৪ দিন বন্ধ থাকবে স্কুল! কোন কোন দিন ছুটি পাবেন পড়ুয়ারা? নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন ছুটির ঘোষণা করা হল। বুধবার রাজ্য অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে এই ছুটির কথা জানানো হয়েছে (Government of West Bengal)। নতুন এই ছুটি ঘোষণা ফলে পরপর ৪ দিন বন্ধ থাকবে স্কুল। তাই পড়ুয়া এবং শিক্ষকরা এই মাসে একটি লম্বা ছুটি পেতে চলেছেন।

  • কোন দিন ছুটি ঘোষণা করা হল (Government of West Bengal)?

গতকাল রাজ্য অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৪ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। করম পুজো উপলক্ষ্যে ওই দিন ছুটি (Government Holiday) দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের সকল বিদ্যালয়, কলেজ, সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠা এবং সরকারি ও আধা সরকারি অফিস কাছারি ১৪ সেপ্টেম্বর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

   
  • কোন ৪ দিন ছুটি পাবেন পড়ুয়ারা?

এদিকে ১৪ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় রাজ্যের স্কুল পড়ুয়াদের ভালো সুবিধা হল। শনিবার এমনিতে অর্ধদিবস স্কুল হয়, তবে করম পুজো উপলক্ষ্যে ১৪ তারিখ পুরো ছুটি পাবেন শিক্ষার্থীরা। এরপর রবিবার এমনিতেই বিদ্যালয় বন্ধ থাকে। ১৬ সেপ্টেম্বর, সোমবার মিলাদ-উন-নবি উপলক্ষ্য এবং ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ছুটি (School Holiday) পাবেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ কিছু হলেই উডবার্ন! নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে এবার বোমা ফাটালেন SSKM-এর ডিন

আগামী ১৪ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় রাজ্যের স্কুল পড়ুয়াদের সুবিধা হলেও, রাজ্য সরকারি (Government of West Bengal) কর্মীদের একটি বড় অংশের বাড়তি কোনও সুবিধা হবে না। কারণ শনিবার এমনিতেই পশ্চিমবঙ্গের বহু অফিস, কাছারি বন্ধ থাকে। তবে যে সকল অফিস, কাছারি খোলা থাকতো, ছুটি ঘোষণার পর এবার সেগুলিও বন্ধ থাকবে।

Government of West Bengal School Holiday

চলতি বছরের ছুটির তালিকা প্রকাশের সময়ই রাজ্য সরকারের তরফ থেকে করম পুজো উপলক্ষ্যে ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। যদিও কবে ছুটি দেওয়া হবে সেটা সেই সময় জানানো হয়নি। গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে ছুটির দিনক্ষণ জানিয়ে দিল সরকার (Government of West Bengal)। এক্ষেত্রে জানিয়ে রাখি, করম পুজো উপলক্ষ্যে কিন্তু এর আগেও ছুটি পাওয়া যেত। তবে সেটা ছিল ‘সেকশনাল হলিডে’। অর্থাৎ যারা করম পুজো পালন করতেন তাঁদেরই এই ছুটি প্রদান করা হতো।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর