১-২ নয়, রাজ্য সরকারের এই প্রকল্পে মিলবে ১০ লাখ! ৩১ আগস্টের মধ্যে করুন আবেদন!

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজনৈতিক দলগুলির তরফ থেকে জনগণকে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এবার ভোটের পর মিলল সুখবর! এবার রাজ্য সরকারের একটি প্রকল্পে (Government Scheme) ১০ লক্ষ টাকা অবধি দেওয়ার কথা ঘোষণা করা হল। ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের (Government Scheme)!

কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, জনগণের সুবিধার্থে দুই সরকারের তরফ থেকেই নানান উদ্যোগ নেওয়া হয়, চালু করা হয় বিভিন্ন প্রকল্প। আজ যে স্কিম নিয়ে আলোচনা করা হবে, তা শুধুমাত্র কৃষকদের জন্য চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার সরকার সম্প্রতি এই সুখবর দিয়েছে।

   

দেশের কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে নানান সময়ে নানান স্কিম চালু করা হয়েছে। সম্প্রতি যেমন বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার অধীন কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম বানানোর ক্ষেত্রে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই গুদাম নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে ১০০-২০০ টন খাদ্যশস্য মজুত রাখা যায় এমন গুদাম তৈরিতে সরকারের (Government of Bihar) তরফ থেকে ১০ লক্ষ টাকা অবধি অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সন্দীপের ‘পর্দাফাঁস’! আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ‘দুর্নীতি’র কথা জানালেন তরুণজ্যোতি! তোলপাড়

কৃষি কর্মকর্তা দীপক কুমার এই বিষয়ে বলেন, চলতি বছর এই ধরণের মোট ৩টি গুদাম বানানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এর মধ্যে দু’টি গুদাম ১০০ টন এবং একটি ২০০ টনের। জানা যাচ্ছে, ১০০ টনের গুদাম বানানোর ক্ষেত্রে ১৪ লক্ষ টাকা এবং ২০০ টনের গুদাম বানানোর ক্ষেত্রে ২০ লক্ষ টাকা খরচ হবে।

Government scheme for farmers

১০০ টনের গুদাম বানানোর জন্য সাধারণ শ্রেণির কৃষকদের ৫.৫ লক্ষ টাকা ও তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির কৃষকদের ৭ লক্ষ টাকা অবধি সরকার অনুদান দেবে। অন্যদিকে ২০০ টনের গুদাম বানানোর জন্য সাধারণ শ্রেণির কৃষকদের ৮ লক্ষ টাকা ও তফশিলি জাতি এবং উপজাতি শ্রেণির কৃষকদের ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এই প্রকল্পে (Government Scheme) আবেদনের সময়সীমা আগামী ৩১ আগস্ট অবধি। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। যে সকল ব্যক্তিরা আবেদন করবেন তাঁদের মধ্যে থেকে কারা পাবেন তা লটারি করে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর