শহীদদের নামেই হবে সরকারী স্কুলের নামকরণ, বড় সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর প্রশাসনের

বাংলাহান্ট ডেস্কঃ শহীদ স্মরণে এক বড় পদক্ষেপ নিল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের জন্য যেসকল ভারতীয় সেনা, পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের সৈন্য এবং কর্মকর্তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের নামেই করা হবে জম্মু ও কাশ্মীরের সরকারি স্কুলগুলির নামকরণ।

সেই মর্মে জম্মুর বিভাগীয় কমিশনার একটি চিঠি লিখেছেন জম্মুর জেলা প্রশাসককে। চিঠিতে তিনি লিখেছেন, জম্মু, ডোডা, রিয়াসি, পুঞ্চ, রাজৌরি, কাঠুয়া, সাম্বা, রামবন, কিস্তওয়ার ও উধমপুর জেলায় যেসকল সরকারী স্কুল রয়েছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে শহীদদের নামে নামাঙ্কিত করা হবে।

9e7d5702ea9a5d44233cc71b37c94709

স্থানীয় কর্তৃপক্ষকে সমস্ত নথি যাচাই করে একটি কমিটি গঠন করে এই বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে জম্মু -কাশ্মীর সরকার। এই কমিটিতে থাকবে ভারতীয় সেনাবাহিনী, এসএসপি, এডিসি, ডিপিও, অথবা এসি পঞ্চায়েতের প্রতিনিধিরা। প্রথমে জেলা পর্যায়ে তালিকা চূড়ান্ত করে, তা এই কমিটির কাছে পাঠাতে হবে।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার পাঞ্জাব সরকার সেখানকার বিভিন্ন জেলার মোট ১৪ টি স্কুলের নাম পরিবর্তন করার কথা বলেছিল। স্কুলের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা এবং অন্যান্য খ্যাতিমান ব্যক্তিত্বদের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই পাঞ্জাবের সাংগ্রুর, জলন্ধর, লুধিয়ানা, পাতিয়ালা, হোশিয়ারপুর, এসবিএস নগর, তারন তারান, অমৃতসর, এসএএস নগর এবং ফতেহগড় সাহেবের ১৭ টি স্কুলের নাম মুক্তিযোদ্ধাদের নামে রাখা হয়ে গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর