অন্য ধর্মে বিয়ে করলেই সুরক্ষিত ঘর দেবে সরকার! নতুন পরিকল্পনা পাশ হল বিধানভায়

বাংলা হান্ট ডেস্কঃ কেরল (Kerala) সরকার অন্য ধর্মে বিয়ে করা মানুষদের সমস্যার সমাধানের জন্য একটি নতুন পরিকল্পনা শুরু করল। এই পরিকল্পনা অনুযায়ী, ধর্মের বাঁধন ভেঙে বিয়ে করা দম্পতিদের নতুন ভাবে সুরক্ষা দেওয়া হবে। সরকার এই পরিকল্পনার নাম ‘সুরক্ষিত ঘর” রেখেছে। এই পরিকল্পনা অনুযায়ী, নব দম্পতিকে সুরক্ষিত ঘর দেওয়া হবে। ওই ঘর গুলোতে অন্য ধর্মে বিয়ে করা দম্পতিরা এক বছর পর্যন্ত সুরক্ষিত ভাবে থাকতে পারবে।

স্বাস্থ এবং সামাজিক ন্যায় মন্ত্রী কে.কে শৈলজা (K. K. Shailaja) এই যোজনা শুরু করে বিধানসভায় জানান যে, এই প্রোজেক্টকে প্রচুর পরিমাণে সমর্থন করছে মানুষ। উনি জানান, এই যোজনা শুরু করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই যোজনা লাগু করার জন্য সরকার এনজিও গুলোর সাহায্য নেবে।

সরকারের তরফ থেকে ওই দম্পতিদের আর্থিক অসুবিধা গুলোকেও নজরে রাখা হবে। পিছিয়ে পড়া জাতির পুরুষ এবং মহিলা যাঁদের বার্ষিক আয় ১ লক্ষ টাকারও কম, তাঁদের সরকারের তরফ থেকে ৩০ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে।

নব দম্পতিদের মধ্যে স্ত্রী আর স্বামীর কেউই যদি পিছিয়ে পড়া জাতির হন, তাহলে তাঁকে ৭৫ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। আলাদা ধর্মের যুগলদের মধ্যে যদি কেউ সরকারি চাকরিজীবী হন, তাহলে তাঁর ট্র্যান্সফারের সময় বিশেষ ধ্যান রাখা হবে। মন্ত্রী এটা স্পষ্ট করে দেন যে, তাঁদের চাকরি দেওয়ার কোন নিয়ম নেই এই যোজনায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর