শুভেন্দুকে বাড়িছাড়া করার প্রস্তুতি নিচ্ছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬-র বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ওনাকে কলকাতায় একটি ফ্ল্যাট দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সল্টলেকের শ্রাবণী আবাসনে শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ হয়েছিল একটি বিলাসবহুল ফ্ল্যাট। কলকাতায় থাকতে হলে তিনি সেখানেই থাকতেন। কিন্তু নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ত্যাগ করেছিলেন মন্ত্রীপদও। আর এখন ওনার দল ক্ষমতাতেও নেই। আর এই কারণেই ওনাকে ওই ফ্ল্যাট ছাড়ার জন্য নোটিশ পাঠাতে চলেছে রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তর।

শ্রাবণী আবাসনে শুধু শুভেন্দু অধিকারীরই না, সেখানে নন্দীগ্রাম বিধায়কের এক ঘনিষ্ঠ নেতারও ফ্ল্যাট আছে বলে জানা গিয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ ওই নেতাকেও ফ্ল্যাট ছাড়ার জন্য নোটিশ পাঠাতে চলেছে নগরোন্নয়ন দপ্তর। রাজ্যের মন্ত্রী হওয়ার পর তিনি কলকাতার বুকে একটি ফ্ল্যাটের আবেদন করেছিলেন। প্রভাবশালী হওয়ার সুবাদে তিনি সরকারের পক্ষ থেকে সহজেই ফ্ল্যাটটি পেয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি আর সরকারে নেই। তাই ওনাকে ফ্ল্যাট যে ছাড়তে হবে, সেটা বলাই বাহুল্য।

আরেকদিকে, শ্রাবণী আবাসনে ফ্ল্যাট রয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তথা পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলেরও। সুনীলবাবু নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এছাড়াও বাম নেতা হান্নান মোল্লারও ওই আবাসনে একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। সুনীল মণ্ডল আর হান্নান মোল্লাকেও এবার ফ্ল্যাট ছাড়ার নোটিশ পাঠাতে চলেছে নগরোন্নয়ন দপ্তর।

যদিও, শুভেন্দু অধিকারী অথবা বিজেপির তরফ থেকে ওই ফ্ল্যাট নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও তেমন মন্তব্য করা হয়নি। তবে, এটা নিশ্চিত যে, শুভেন্দুবাবুকে ওই ফ্ল্যাট ছাড়তে হবে। ফ্ল্যাটটি সরকারের মন্ত্রী এবং বিধায়কদের জন্যই বরাদ্দ। শুভেন্দুবাবু মন্ত্রী না আর সরকারের বিধায়কও না। তাই ওনাকে ওই ফ্ল্যাট ছাড়তে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর