নো চিন্তা! পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইলে, সাহায্য করবে সরকার!

 

বাংলা হান্ট ডেস্ক : সব সম্পর্ককে বাড়ি থেকে মেনে নেয়না সহজে। ফলে বাধ্য হয়েই বাড়ির লোকেদের অমতে পালিয়ে বিয়ে করতে হয় তাদের।পাশে নিজেদের কাউকে না পাওয়ায় অথৈ জল পড়তে হয় ওই দম্পতিদের। তাই এবার থেকে তাদের পাশে থাকবে সরকার।

রাজস্থান সরকারের পুলিশ দপ্তর এই সমস্ত দম্পতিদের পাশে দাঁড়াতে চাইছে। সম্প্রতি তারা জানিয়েছে, পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে রজস্থান পুলিশ যাতে তাদের কোনরকম অসুবিধায় পড়তে না হয়।

ওই রাজ্যের এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রীনিবাস রাও জানিয়েছেন, সব সদর দপ্তর থেকে রাজ্য সবকটি জেলার পুলিশকে ইতিমধ্যে জানানো হয়েছে এই শেল্টারের কথা। এছাড়াও পলাতক দম্পতিদের যাতে সব বিষয়ে সাহায্য করা হয় সেই দিকটাও দেখার নির্দেশ দিয়েছেন তারা। মূলত রাজ্যের ক্রমবর্ধমান ও অনার কিলিং’ বন্ধ করার জন্যই এই পদক্ষেপ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর