এই না হলে সাহস! গোখরোর লেজ ধরে হিঁচড়ে নিয়ে গেল বৃদ্ধা

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।

images 2020 05 28T141158.449
কোনও কোনও ভিডিও দেখে মনে খুশির উদ্রেক হয় আবার কিছু ভিডিও দেখে শিউড়ে ওঠে গা। এমনই এক ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে এক বৃদ্ধা ঠাকুমার বিক্রম। বিশালাকার গোখরো (cobra) সাপকে (snake) অবলীলায় টেনে নিয়ে যেতে দেখা গিয়েছে তাকে।

ভিডিওতে দেখা গিয়েছে, রেগে মেগে এক গোখরোর লেজ ধরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা। ভিডিওর শেষে দেখা যায় লেজ ধরে সাপটিকে ছুঁড়ে ফেলে দেন দূরে। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে।

ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। নেটিজেনরাও নানান রকম মন্তব‍্য করছেন। একজন লিখেছেন, গোখরোটি নিজেও অবাক হয়ে গিয়েছে সম্ভবত। আবার একজন সুশান্ত নন্দকে অনুরোধ করেছেন এমন নির্ভীক মানুষকে নিজের দলে নিতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর