এক থোকা আঙুরের দাম প্রায় ৭.৫ লক্ষ!তাজ্জব ক্রেতা

বাংলা হান্ট ডেস্ক : এক থোকা আঙুরের ওজন ৫০০ গ্রামও নয়, সর্বসাকুল্যে এক থোকায় গুনেগুনে ২৪টি আঙুর।এক একটি আঙুরের ওজন হবে ২০ গ্রাম। এর দাম বাজারে কত আন্দাজ করা যেতে পারে?

শুধু বলা যেতে পারে আপনার এই মুহুর্তের সব আন্দাজ ছাপিয়ে যাবে,এক থোকা আঙুর ১.২ মিলিয়ন ইয়েন যা ভারতীয় মুদ্রায় ₹৭.৫ লক্ষ! ৯ জুলাই, মঙ্গলবার, জাপানের এক নিলামে এই দরেই বিক্রি হয়েছে একথোকা রুবি রোমান।জাতে এক রসালো আঙুর। কিনেছেন জাপানি ‘হট স্প্রিং ইনস’-এর ম্যানেজার।

সম্পর্কিত খবর