কেন্দ্রীয় সংস্থায় দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সংস্থায় এবার দুর্দান্ত বেতনের চাকরির (Recruitment) সুযোগ রয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই প্রসঙ্গে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। মূলত, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের তরফে এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হল ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: মূলত, স্নাতকোত্তীর্ণরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীদের ব্যাচেলর অফ কমার্সের ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি, স্নাতকস্তরে ৫০ শতাংশের বেশি নম্বর থাকলেও অগ্রাধিকার মিলবে।

বয়সসীমা: এই পদে ১৮ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, বিশেষ ভাবে সক্ষম, এমন প্রার্থীদেরও আবেদন গ্রহণ করা হবে।

Great Paying Job Opportunity in Central Organization

বেতন: এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল প্রতি মাসে ২৩,০০০ থেকে ৫৬,৫০০ টাকা।

আরও পড়ুন: ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল! বিরাট নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি আপলোড করার মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন ফি হল ২০০ টাকা।

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর! এক ধাক্কায় কমবে গ্যাসের দাম, দাবি খোদ অমিত শাহের

নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পদের জন্য বেছে নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই ২ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেটি চলবে ১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর