হাতে কামড় দিয়েছে প্রতিপক্ষ, যন্ত্রনা নিয়েও সেমিফাইনাল জিতেই দম নিলেন রবি কুমার, প্রশংসায় ভাসালেন সেওয়াগ

বাংলা হান্ট ডেস্কঃ খেলার জগতে যেমন অনেক চির স্মরণীয় মুহূর্ত তৈরি হয় তেমনি অনেক এমন মুহূর্ত তৈরি হয় যা রীতিমতো লজ্জাজনক। ফুটবল তারকা সুয়ারেজের কামড়ের কথা মনে আছে নিশ্চয়ই? সেবার রাগ এবং হতাশায় প্রতিপক্ষের কাঁধে কামড় বসিয়ে ছিলেন সুয়ারেজ, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সংবাদমাধ্যমে। ফের এমনই এক ঘটনা সামনে এলো টোকিও অলিম্পিকে। ঘটনাটি ঘটেছে ভারতীয় তারকা কুস্তিগীর রবিকুমার দাহিয়ার সঙ্গে।

সেমিফাইনালে কাজাখস্তানের কুস্তিগীর নুরিস্লাম সানায়েভকে হারিয়ে ৫৭ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দহিয়া। শুরুটা অবশ্য ভালো হয়নি দাহিয়ার জন্য। ভারতীয় মল্লযোদ্ধার বিরুদ্ধে রীতিমতো এগিয়েছিলেন কাজাখস্তানের কুস্তিগীর নুরিস্লাম। ৯-২ ব্যবধানে রবির বিরুদ্ধে এগিয়েছিলেন তিনি। ঠিক এই সময় রবি কুমারের প্যাঁচ থেকে নিজেকে ছাড়াতে গিয়ে আক্রোশে তার হাতে কামড় বসিয়ে দেন নুরিস্লাম সানায়েভ। খেলার নিয়ম অনুযায়ী, এটি রীতিমতো অনৈতিক। পরে অবশ্য নুরিস্লামকে মাটিতে ফেলে কুস্তি জিতে নেন রবি কুমার।

কিন্তু যন্ত্রণার মধ্যেও যেভাবে খেলা চালিয়ে গিয়েছেন তিনি, সেই দৃশ্যই এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই রৌপ্য পদক নিশ্চিত করেছেন রবিকুমার দাহিয়া। তাকে নিয়ে এখন সোনার স্বপ্ন দেখছে ভারত। কিন্তু তার এই দৃঢ়চেতা মানসিকতার ভিডিও এখন রীতিমত ভাইরাল। নুরিস্লামের কামড়ের পর রীতিমতো দাগ বসে যায় রবির হাতে। কিন্তু তাও খেলা ছেড়ে বেরিয়ে আসেননি তিনি। জয় নিশ্চিত করে তবেই দম নিয়েছেন।

তার এই অদম্য মানসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও। টুইটারে এই দৃশ্যের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এই ঘটনা চূড়ান্ত অনুচিত। আমাদের রবি কুমার দাহিয়ার স্পিরিটকে ভাঙতে পারেনি, ওই তার হাতে কামড় বসালো। লজ্জাকর! কাজাখ লুসার। অসাধারণ রবি সকলের বুক চওড়া করে দিয়েছেন আপনি।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর